ধূমকেতু কোচিং সেন্টারে এস এস সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

তিতাস আহম্মেদঃ
আজ সকাল ১১ঃ০০ ঘটিকার সময় কুষ্টিয়া ইবি থানার অন্তর্গত বিত্তিপাড়া বাজার স মিল সংলগ্ন ধূমকেতু কোচিং সেন্টার।গত বছর এস এস সি পরিক্ষা ভাল ফলাফলকারীর মাঝে সম্মাননা মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণও অভিভাবক সমাবেশ হয়। ইবি ও অন্যান পাবলিক ইউনিভার্সিটিরএক ঝাঁক বিশ্ববিদ্যালয়ের তরুন ছাত্ররা সম্মলিত প্রচেষ্টায় গড়ে তুলেছে ধূমকেতু কোচিং সেন্টার দিনে- দিনে বেশ সুনাম অর্জন করেছে এই কোচিং। গত বছরে অনেক শিক্ষার্থীরা এই ধুমকেতু কোচিং পড়াশোনা করে এস এস সি পরিক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে।পাশের হার ছিলো প্রায় শত ভাগ। ধুমকেতু কোচিং সেন্টারের শিক্ষকদের পরিচর্যায় দূর্বল ছাত্র,ছাত্রীরা ভালো ফলাফল আশা করছে। দিনের পর দিন ইবি এলাকায় বেশ সারা ফেলেছে।ঠিক আগের বছরের তুলনায় এবার ও দিন ব্যাপি উৎসব মূখর পরিবেশে এস এস সি ২০২৪ সালের পরিক্ষার্থীদের বিদায়ের আয়োজন করা হয়। ধুমকেতু কোচিং সেন্টারের পরিচালক ও প্রতিষ্ঠাতা এইচ এম ইমরান খান বলেন,আমার কোচিংয়ে প্রায় ২০০ প্লাস ছাত্র ছাত্রী আছে।সব বিষয়ের উপর আমার কোচিং থেকে ১৯ জন এবার এস এস সি পরিক্ষা দিবে।ইনশাআল্লাহ সবাই ভালো ফলাফল করবে বলে আমি আশাবাদী। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথী হিসেবে উপস্থিথ ছিলেন আবু বকর সিদ্দিক সাধারণ সম্পাদক উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ।তিনি বলেন পড়াশোনার কোন বিকল্প নেই।তাই প্রচুর পড়তে হবে।নিজেকে উন্নতির শিকড়ে নিয়ে যেতে হবে। প্রধান বক্তা হিসেবে উপস্থিথ ছিলেন অধ্যাপক এম এ মজিদ সভাপতি উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও সদস্য উপজেলা আওয়ামিলীগ কুষ্টিয়া, সদর।তার বক্তব্যে তিনি ছাত্র,ছাত্রীদেদ উদ্দেশ্য করে বলেন,তোমাদের উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে।তোমরা দেশের প্রাণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাহাদত হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন মোঃ কামাল হোসেন সভাপতি বিত্তিপাড়া বাজার বনিক সমিতি। সৌরভ সিদ্দিক সাধারণ সম্পাদক বিত্তিপাড়া বনিক সমিতি। এইদিকে ধুমকেতু কোচিং সেন্টারের প্রতিষ্ঠিতা ও চেয়ারম্যান এইচ এম ইমরান খান অনুষ্ঠান পরিচালনা করেন।আরো উপস্থিথ ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা যাদের হাত ধরে এগিয়ে যাচ্ছে ধুমকেতু কোচিং সেন্টার। মেধাবী শিক্ষার্থীর ও নিয়মিত খোজ খবর নেওয়া সেরা ১০ জন অভিভাবক নির্বাচন করে তাদের মাঝে পুরষ্কার তুলে দেন উক্ত অনুষ্ঠানের অতিথি বিন্দুরা।এস এস সি পরিক্ষার্থীদের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্টানের সমাপ্ত ঘোষনা করেন।