বার্তা ডেক্সঃ
পাঁচ বছর ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চেলারচর থেকে নবীনগর পর্যন্ত বিলের খালের ওপর নির্মিত ব্রিজটি ভাঙা। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে প্রায় ১৫ গ্রামের মানুষকে।
বাসিন্দাদের অভিযোগ, ব্রিজটি সংস্কারের উদ্যোগ নিতে সাবেক চেয়ারম্যান ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরকে একাধিকবার জানানো হলেও তারা গুরুত্ব দেয়নি।
সরেজমিনে দেখা গেছে, সড়কটির চেলারচর হয়ে প্রায় ১ কিলোমিটার পরে নির্মিত ব্রিজটি ভেঙে একদিকে ঝুলে রয়েছে। ব্রিজের নিচের পিলার ভেঙে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে। যা বাঁশ দিয়ে বেধে রাখা হয়েছে। এ অবস্থায়ও নিরুপায় হয়ে মানুষজন ঝুঁকি নিয়ে পারাপার হলেও অটোরিকশা, সিএনজিসহ ধীরগতির যান চলাচল একেবারেই বন্ধ।
অথচ এ অঞ্চলের নবীনগর, এলাহীনগর, ইসলামপুর, দড়িগাঁও, শম্ভুপুরা, ফতেপুর, দশদোনা নয়াগাঁও, চেলারচর, হোসেনপুরসহ ১৫ গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি। সড়কের দুপাশে কৃষি জমি থাকায় কৃষকরা নিয়মিত যাতায়াত করে থাকেন।
জানা যায়, ৩২ বছর আগে অর্থাৎ ১৯৯২ সালে শম্ভুপুরা ইউনিয়নের চেলারচর থেকে নবীনগর পর্যন্ত বিলের ওপর দিয়ে যাওয়া ২ কিলোমিটারের সড়কের ১ কিলো যেতেই খালের একটি ব্রিজ নির্মাণ করে সোনারগাঁ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ব্রিজটি নির্মিত হওয়ার পর আশপাশের বাসিন্দারা সুফল ভোগ করছিলেন। তবে পাঁচ বছর আগে ব্রিজটি ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকেই দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে।
ব্রিজটি সংস্কারের মাধ্যমে ভোগান্তি থেকে মুক্তি দিতে অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানান স্থানীয় জনতা।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page