নিউজ ডেক্সঃ
মধ্যরাতে গণ-আন্দোলনের সমন্বয়কদের পালিয়ে যাওয়ার গুঞ্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে দাবি করা হচ্ছে, সমন্বয়করা দেশ ছেড়ে পালিয়েছেন। অভিযোগ রয়েছে, উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও আর দেশে নেই। জানা গেছে, সারজিস ব্যাংকক ও আসিফ মাহমুদ দুবাই চলে গেছেন। তবে কুমিল্লায় এখনও অবস্থান করছেন আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এদিকে, জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনকেও এই তালিকায় যুক্ত করা হয়েছে। তবে তিনি কোথায় আছেন, তা নিশ্চিত নয়। এসব গুঞ্জনের ফলে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন এবং প্রশ্ন তুলেছেন—যাঁরা গণ-অভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছিলেন, তাঁরা হঠাৎ কেন সরে গেলেন? সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সিদ্দিক নাজমুল আলম একাধিক পোস্ট দিয়ে এসব দাবি আরও উসকে দিয়েছেন। এক পোস্টে তিনি লিখেছেন, "সারজিস ব্যাংকক চলে গেছে, হাসনাত কুমিল্লায় আর আসিফ দুবাই।" পরে আরেকটি পোস্টে তিনি প্রশ্ন তোলেন, "আসিফ নজরুল কই?" এর আগে, তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন, "সবাই পালাচ্ছে কেন? তোরা তো মুজিববাদের কবর দিবি।" এই গুঞ্জন ও প্রশ্নবাণের ফলে আন্দোলন নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। আসলেই কী ঘটেছে, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে এই পরিস্থিতি আন্দোলনের ভবিষ্যৎ ও নেতৃত্ব নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page