নিউজ ডেক্সঃ
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর, দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক ও বাণিজ্যিক কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।তবে সম্প্রতি একটি ঘটনাকে ঘিরে দুই দেশের সম্পর্কে ফাটল ধরার আশঙ্কা করছেন অনেকে।
গত বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে যে, রোম থেকে ঢাকা আসা একটি বিমানকে বিস্ফোরক বহন করার হুমকি দেয়া হোয়াটসঅ্যাপ বার্তা একটি পাকিস্তানি ফোন নম্বর থেকে পাঠানো হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এবং জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান বুধবার রাতে বলেন, যদিও হোয়াটসঅ্যাপ নম্বরটি পাকিস্তানি, তবে তারা নিশ্চিত হতে পারেনি যে বার্তাটি আসলে কোথা থেকে পাঠানো হয়েছে।এর আগে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম একটি বার্তায় গণমাধ্যমকে জানান: “ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অজ্ঞাতনামা একটি নম্বর থেকে বোমা হুমকি এসেছে। এই হুমকির পর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-356 বুধবার সকাল ৯:২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।”
তবে হুমকি কি আসলেই পাকিস্তান থেকে এসেছে কিনা সেই বিষয়ে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সুতরাং এই সংকট বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্কে কেমন প্রভাব ফেলবে তাই দেখার বিষয়।
সূত্র: ইউএনবি
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page