বার্তা ডেক্সঃ
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ফকিরকে পুলিশ গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়ন পরিষদে মধ্যে ছাত্র ও জনতা আটক করে ১ঘন্টা পর পুলিশে সোপর্দ করা হয়।
জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় আন্দোলনকারী আশরাফুল ইসলামকে হত্যা মামলায় মিজানুর রহমান মিন্টু ফকিরকে গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া শহরের বকচত্বরের উত্তর দিকে রউফ চৌধুরীর মার্কেটের সামনে আশরাফুল ইসলামকে তলপেট, বাম পায়ের উরুসহ শরীরের বিভিন্নস্থানে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ২০ আগস্ট নিহত আশরাফুল ইসলামের স্ত্রী লাবণী আক্তার ইতি কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ মোট ২৯ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। নিহত আশরাফুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার শালদহ গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব জানান, আন্দোলনকারী আশরাফুল ইসলামকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিজানুর রহমান। বটতৈল এলাকায় থেকে গ্রেফতার করা হয়েছে। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে আদালতের মাধ্যমে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page