বটতৈল কাউন্সিল মাধ্যমে বিএনপির সভাপতি ও সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া সদর উপজেলা বটতৈল ইউনিয়নে কাউন্সিলের মাধ্যমে বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়।আজ দুপুর ১২ঘটিকা থেকে বিকেল ৩ঘটিকা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোট শুরু হয়।জমকালো আয়োজনের মাধ্যমে প্রতিটা ওয়াডের নেতা কর্মিরা ভোট দিতে শুরু করে।১৭ বছর পর আবারো বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)নেতা কর্মিরা আনান্দ উৎফুল্ল নিয়ে মাঠে আসে, হাসি মাখা মুখ নিয়ে তৃণমূল নেতারা ইউনিয়ন ত্যাগী নেতা নির্বাচিত করেন।এতে সভাপতি নির্বাচিত হন আনারস প্রতীক প্রাপ্ত মোঃ শাজাহান আলী হান্নান -২২৮ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সাইদুল ইসলাম বিশ্বাস,ছাতা প্রতীকে ২১১ ভোট পেয়ে থাকেন।এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয় হাস প্রতীক প্রাপ্ত হাজী আনিসুর রহমান আনিস ১৬২ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চাকা মার্কা ১৬১ ভোট পেয়ে থাকেন।
দ্বিবার্ষিক কাউন্সিল সম্মেলন এর মাধ্যমে অনুষ্ঠানটি সফল ভাবে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আহবায়ক ইসমাইল হোসেন মুরাদের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক শহীদুজ্জামান খোকন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য আব্দুল মাজেদ, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন প্রধান। এসময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।