বটতৈল দোস্তপাড়া ক্লাব মোড় থেকে ভুয়া চোখের ডাক্তারকে আটক করছে স্হানীয় এলাকাবাসী

সামছুল হক রুবেল :
বটতৈল ইউনিয়ন দোস্তপাড়া ক্লাব মোড় থেকে চোখের ভুয়া ডাক্তার কে আটক করছে স্হানীয় এলাকাবাসী। এলাকাবাসী জানান যে গতকাল এনারা সিরাজগঞ্জ উল্লাপাড়া চোখের আলো চক্ষু হাসপাতাল থেকে একজন পুরুষ ও একজন মহিলা এসে দোস্তপাড়া ফারুক এর বাসায় উঠেন।
গতকাল এলাকায় মাইকিং করে আজ মঙ্গলবার ৩০ টাকা ফ্রী নিয়ে চোখ দেখবেন।সকাল থেকে রুগী দেখছিলেন।বেশিভাগ রুগীকে অপরেশন করার জন্য সিরাজগঞ্জ উল্লাপাড়া হাসপাতালে যেতে বলেন।এতে রুগীদের মনে সন্ধ হয়।তারপর তাকে আটক করে প্রশ্ন করা হলে তিনি বলেন,আমরা ক্যাম্পিন করতে এসেছি।আমি ডাক্তার না।এই বিষয়ে চোখের আলো চক্ষু হাসপাতাল এর পরিচালক বলেন বাবলু বলেন ভাই আমাদের ভুল হয়েছে বড় ডাক্তার কে না পাঠিয়ে। আসলে আমাদের ছোট হাসপাতাল বড় ডাক্তার পাঠালে খরচ বেশি লাগে।ভাই এই রকম আর ভুল হবে না।