বটতৈল বিএনপির দুগ্রুপে সংঘর্ষ আহত-৪

নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামরি হারুন ফকির সহ আহত ৪।বাড়িঘরে ভাঙচুর-লুটপাট এলাকায় আতঙ্ক।
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বরিয়া ও ভাদালিয়া পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হান্নান ও জিন্না মেম্বারের নেতৃত্বাধীন স্থানীয় ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ক্যান্ডিডেট খাদিমুল মন্ডল এর অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। এই ঘটনায় হারুন ফকিরসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষকারীরা হারুন ফকির ও বাচ্চু নামের আরও একজন সাধারণ মানুষের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের পর থেকে হান্নান ও জিন্না মেম্বারের অনুসারীরা হারুন ফকিরের বাড়িতে হামলা চালায়। তাদের হামলায় হারুন ফকির গুরুতর আহত হন। এরপর একই দলের অন্যান্য সদস্যরা ভাদালিয়া পাড়ার মুজাম ও তুজাম নামের দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
আহতদের মধ্যে হারুন ফকির, মুজাম ও তুজামকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।এদের মধ্যে একজনকে রাজশাহীতে রের্ফাড করা হয়েছে।
অভিযোগ উঠেছে, হান্নান ও জিন্না মেম্বারের সঙ্গে অন্য সহযোগী শহিদ, মুরাদ হোসেন ও জিয়া মিস্ত্রি এই সংঘর্ষে নেতৃত্ব দিয়েছেন। স্থানীয়রা আরও অভিযোগ করেন যে, এই প্রভাবশালী গোষ্ঠী সামাজিক আধিপত্য বিস্তার করার জন্য চাপ সৃষ্টি করছে।
এই সংঘর্ষের ঘটনায় বরিয়া ও ভাদালিয়া পাড়ার সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এলাকার পরিস্থিতি থমথমে এবং যেকোনো সময় নতুন করে সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা।
এবিষয় কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান মামলা রুজু হয়েছে কেউ বিশৃঙ্খলা ঘটালে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।