সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

বটতৈল ভাদালিয়ায় অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে চুরি ও ডাকাতি।

Reporter Name / ২২৬ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

বার্তা ডেক্সঃ

কুষ্টিয়ায় অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে চুরি, ছিনতাই ও ডাকাতি। প্রতি রাতেই উপজেলার বিভিন্ন স্থানে অহরহ ঘটছে এসব ঘটনা। বেশ কয়েকটি চুরির ঘটনা লুটতরাজকেও হার মানিয়েছে। কিন্তু এসব ঘটনাকে সামান্য ‘চুরি’ বলে তেমন আমল নিচ্ছে না প্রশাসন। বাড়ি-ঘর, দোকান-পাটে চুরি, ইজিবাইক, বাইসাইকেল ও মোবাইল চুরির ঘটনা যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়।  গত ১০/১১/২০২৪ ইং তারিখে বটতৈল ইউনিয়নে ও আলামপুর ইউনিয়নের বেশ কয়েকটি দোকান, বাড়ি,মসজিদ ও মাদ্রাসাে ও স্কুলের প্রতিষ্ঠান গুলোতে চুরির ঘটনা ঘটেছে। জানাযায় ভাদালিয়া ভাঙরি লোহা ব্যবসায়ীরা একটি চক্রকে পরিচালনা করে থাকে। শুধু বটতৈল ভাদালিয়া নয় আশপাশের উপজেলা থেকে চোরাই মালামাল ভাদালিয়া ভাঙরি লোহা ব্যবসায়ী কাছে ক্রয়,বিক্রয় হয়।

স্হানীয় একটি সুত্রে জানাযায় ভাদালিয়া ভরুয়াপাড়া গ্রামের আনোয়ারের ছেলে ইয়াবা ব্যবসায়ী জাহিদের নেত্রিতে চলে এই চোর চক্র। তারা আরো জানান, শুধু স্হানীয় চোর নয় আলম ডাঙা ও চুয়াডাঙ্গা চোর সদস্যরা ভাদালিয়া স্হান নিয়ে চুরি ছিনতাই করে চলে যায়।এদের সকল নিয়ন্ত্রণ করে জাহিদ সহ এলাকার অন্যন্ন সদস্য।এদের সকল নিয়ন্ত্রণ ও মালামাল ক্রয় করে থাকে বেলঘরিয়া চরপারার ভাঙরি ব্যবসায়ী ইদ্রিস, জাকির ও ভাদালিয়ার হারুন সহ অনেকের কাছে।

সচেতন মহল জানান মাদক সেবন কারীদের সংখ্যা আশঙ্কা জনক বৃদ্ধি পাওয়ায় এসব ঘটনা ঘটছে বলে ধারণা করছেন।

গত ১০/১১/২৪ ইং তারিখ সকালে বটতৈল দক্ষিনপাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা স্কুলে এসে দেখে স্কুলের টিউবওয়েল টি চুরি হয়ে গেছে।এর আগে এলাকার বিভিন্ন বাড়ির ও প্রতিষ্ঠানের টিউবওয়েল চুরির ঘটনা ঘটে এর তৎপরতায় এলাকার সচেতন মহল উদ্ধার কাজ চালিয়ে কুষ্টিয়া ভাদালিয়া লোহা ভাঙরি ব্যবসায়ী ইদ্রিস, জাকির,ও হারুনের দোকান হতে মালামাল উদ্ধার করতে সক্ষম হয় ।তারা আরো জানান অল্প টাকায় লোহা লক্কর কেনে ভাদালিয়া এই গ্রুপটি বেশি লাভের আশায় মাদক সেবিদের দিয়ে চুরি ডাকাতি করিয়ে থাকে।

এবিষয় বটতৈল ৪নং ওয়াডের জামাল উদ্দিন ব্যাপারি সাথে কথা হলে তিনি জানান স্কুলের টিউবওয়েল টি হারানো বিষয়টি আমলে নিয়ে আমি ও এলাকাবাসী বিভিন্ন স্হানে খোজ লাগায় পর এগুলো ভাদালিয়া থেকে উদ্ধার করি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে কথা হলে তিনি জানান।চুরি ছিনতাই ডাকাতদের ধরতে আমাদের পুলিশের ইউনিট কাজ করে চলেছে।এবং এদের সহযোগিদের ছাড় দেওয়া হবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page