বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কুষ্টিয়া জেলা সম্মেলন প্রস্তুতী কমিটি গঠন।

মোঃ সেলিম রেজা সালাম,
২৫শে মে ২০২৪ শনিবার ঃ- নেতৃত্ব নয় সহযোদ্ধা চাই, ব্যাবশা নয়,সংগঠন চাই শ্লোগানে উজ্জীবিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কুষ্টিয়া জেলা কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ও জেলা সম্মেলন প্রস্তুতী কমিটি গঠন করা হয়েছে। ২৫ শে মে ২০২৪ শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া শহরের এনএস রোড পরিমল টাওয়ারের ৯ম তালায় সাংবাদিক পারভেজ মাজমাদার এর সভাপতিত্বে ও রুহুল আমিন সুমন এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক লালন কন্ঠ পত্রিকার সিনিয়র সহকারী সম্পাদক মোঃ সেলিম রেজা সালাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ভাই এর পক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মোঃ শামীম রেজা। বক্তব্য রাখেন, মোঃ নোবাজ্জেল হোসেন দৈনিক দেশের বানী, মোঃ রফিকুল ইসলাম দৈনিক মাতৃভূমির খবর, মোঃ খালিদ বিন শওকত, এসকে২৪ টিভি, মোঃ আবদুল খালেক দৈনিক বাংলাদেশ টুডে,আ তানভীর আহমেদ চৌধুরী দৈনিক হাওয়া, মোঃ বিল্লাল আহমেদ দৈনিক বজ্রপাত,আশরাফ ইকবাল পিকলু দৈনিক ডাকবেলা,মোঃ শফিকুর রহমান দৈনিক আন্দোলনের বাজার, মোঃ আবদুল আলিম দৈনিক অগ্নি শিখা, জিয়াদুল ইসলাম দৈনিক আমার সংগ্রাম,মোঃ মঞ্জরুল ইসলাম দৈনিক সুত্রপাত,আবদুল্লাহ বিন জুবায়ের প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ। সভায় কুষ্টিয়া জেলা কমিটি গঠনের প্রয়োজনীতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং কুষ্টিয়া জেলা সম্মেলন সংঘটিত করতে একটি সম্মেলন প্রস্তুতী কমিটি গঠন করা হয়। সম্মেলন প্রস্তুতী কমিটির ১/আহবায়ক পারভেজ মাজমাদার দৈনিক দেশ বর্তমান,২/যুগ্ম আহবায়ক মোঃ সেলিম রেজা সালাম মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি,৩/ মোঃ শামীম রেজা সহসম্পাদক কেন্দ্রীয় কমিটি,যুগ্ম আহবায়ক মোঃ বিল্লাল আহমেদ দৈনিক বজ্রপাত,৫/যুগ্ম আহবায়ক মোঃ আবদুল আলিম,৬/সদস্য সচিবঃ-রুহুল আমীন সুমন দৈনিক খবর বাংলাদেশ, ৭/ সহ সদস্য সচিব মোঃ জিয়াদুল ইসলাম সহ (সদস্য ৪৪ জন) সর্বমোট ৫১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতী কমিটি গঠন করা হয় এবং সিদ্ধান্ত গ্রহন করা হয়,
আগামী একমাসের মধ্যে সম্মেলনের সকল প্রস্তুতী সম্পর্ন্ন করে কেন্দ্রীয় ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ভাই কে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রেখে তার মুখ দিয়েই কুষ্টিয়ার পুর্নাঙ্গ জেলা কমিটির আত্মপ্রকাশ ঘটবে।