শামিম মন্ডলঃ
কুষ্টিয়া সদর উপজেলা বটতৈল ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও শীতাত্ব দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, ৪নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ডাক্তার আব্দুল মজিদ। বৃহস্পতিবার অদ্য ০৮/০১/২০২৬ ইং তারিখে বেলা ৫ টার দিকে বটতৈল চার মাইল আনসার ক্যাম্প এলাকায় ডাক্তার আব্দুল মজিদ এর নিজ উদ্যোগে ১২০জন শীতার্ত মানুষের হাতে শীত বস্ত্র কম্বল তুলে দেয়া হয়।
আয়োজিত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রদল বটতৈল ইউনিয়ন শাখার নেতা মোঃ আব্দুল্লা ও আপন হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল বারী বাদশা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক জন মতামত পত্রিকার প্রকাশক ও সম্পাদক ইব্রাহীম হোসেন মিরাজ
আরো উপস্থিত ছিলেন,৪নং ওয়ার্ড বিএনপির,সাধারন সম্পাদক একোবার হোসেন,সহসভাপতি আলী আকরব,সদস্য বাবুল আক্তার, আবুল হোসেন,জয়নাল প্রামানিক,তাইজাল প্রামানিক প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল বারী বাদশা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
দৈনিক জনমতামত পত্রিকার সম্পাদক ইব্রাহিম হোসেন মিরাজ বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।
৪নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক একোবার হোসেন বলেন,ডাঃ মজিদ খুবি ভাল একটা উদ্যোগ গ্রহণ করেছে,আমরা তার উদ্যোগকে সাধুবাদ জানাই,আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2026 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page