বিএনপি নেতাকে পেটালো আওয়ামীলীগ বাহিনী

নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া ভাদালিয়া দুই বিএনপি নেতাকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে, আলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন ও কৃষকলীগের সভাপতি অটো নুর ইসলামের বিরুদ্ধে। বুধবার বিকেল ৫ঘটিকার সময় ভাদালিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত বিএনপি নেতা তহিদুল হাসান তারিক (৩৮)ভাদালিয়া স্বস্তিপুর গ্রামের জমির উদ্দিন খার ছেলে ও কাথুলিয়া গ্রামের খবির এর ছেলে সজিব। আহত তারিক কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করে আসছিলেন।
আহত তারিক বাদী হয়ে ১০ জনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আসামিরা হলেন আলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন (৫০) আলামপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নুর ইসলাম,যুবলীগের সদস্য বাপ্পি (৪০),শান্ত (৩০) হোসেন(৩২) কৃষক লীগের সদস্য,নবির (২০) পিতা দুলাল, সভাপতি,শরিফুল(৩০) উভয় পিতা মৃত হযরত আলী সেচ্ছাসেক লীগের সদস্য,রনি(৩২) পিতা আবু বক্কর সাং দরবেশপুর সাংগঠনিক সম্পাদক আলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ,অভি(২১) পিতা মনিরুল ড্রাইভার সাং স্বস্তিপুর,মান্নান(৩০)
পিতা(অজ্ঞাত)সাং স্বস্তিপুর আওয়ামী লীগের নাম ধারী কেডার,সৈকত (২৭)পিতা মকুল ইষ্টাটার সাং স্বস্তিপুর, থানা-জেলা কুষ্টিয়া।
আহত তারেক এর পরিবার সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা হওয়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা রুহুল আমিন ও নুর ইসলাম গং সঙ্গে রাজনৈতিক বিরোধ চলে আসছিল।
এর আগে রুহুল আমিন ও নুর ইসলামের নেতৃত্বে বিএনপি নেতা তারিক ও সজিব উপর হামলা চালায় তাতে আক্রমন করতে ব্যর্থ হলে। অদ্য ২৫/১২/২৪ইং তারিখে বুধবার বিকেল ৫টার দিকে ভুক্তভোগী তারিকের মেয়ের বিবাহর পণ্য ক্রয় করে ভাদালিয়া স্টান্ড হতে বাড়ি ফেরার সময় অভিযুক্ত রুহুল আমিন ও নুর বাহিনী তারিকের মটরসাইকেল গতিরোধ করে এবং তাকে টেনে হিঁচড়ে মটরসাইকেল থেকে নামিয়ে লোহার রড, বাঁশ ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে বেধরক মারধর করে। একপর্যায়ে মার খেয়ে মাথা ফেটে তিনি অজ্ঞান হয়ে পড়লে তার সাথে সজিব কেও পিটিয়ে রাস্তায় ফেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন।
এনিউজ লেখা পর্যন্ত মামলা প্রস্তুত চলমান