প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ৩:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৫, ৯:০৫ পি.এম
বিজলী ২০২০ মরিচ জাত নিয়ে আলোচনা ও মাঠ দিবস পালিত

সুজন মাহমুদঃ
কুষ্টিয়া সদর উপজেলা বটতৈল ইউনিয়নে বটতৈল কবিরাজপাড়া গ্রামে ২০২৪ ও ২৫ অর্থবছরের মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত মাঠ দিবস পালিত হয়।অদ্য ০৪/০৫/২০২৫ ইং তারিখে ৫ঘটিকার সময় কবিরাজপাড়া গ্রামে মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা কৃষিবিদ রুপালী খাতুন,আরো উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জামান,উপ সাহকারী কৃষি কর্মকর্তা মিনহারুল ইসলাম ও মকলেসুর রহমান প্রমুখ। অনুষ্ঠান টি পরিচালনা করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মো রেজাউল ইসলাম।
কৃষিবিদ সংক্ষিপ্ত বক্তব্যে সকল কৃষকদের বলেন, কৃষিকে কিভাবে আধুনিক কৃষিতে রুপান্তিত করা যায় সেই লক্ষ কাজ করতে হবে।দেশে মসলা চাহিদা অপূরনীয়।গ্রীষ্ম কালীন পেয়াজ ও আদার উপরেও তিনি নির্দেশনা দেন।দেশে সংকট মুহুত্বে সকল কৃষক ও কৃষাণীকে এক হয়ে কাজ করতে হবে।বিজলী ২০২০ মরিচ লাগিয়ে অনেক কৃষক তার ভাগ্য পরিবর্তন করেছেন আপনারও পারেন আপনাদের ভাগ্য পরিবর্তন করতে।বেশি বেশি মসলা চাষ করুন।
কৃষি উদ্যোক্তা নজরুল ইসলাম জানান,বিজলী ২০২০মরিচ খুবি ভালো মানের একটি জাত।আমি চাষ করে লাভবান হয়েছি,আসলে সবকিছু দেওয়ার মালিক আল্লাহ। তবে বীজ এর গুনাগুন ভাল না হলে ভালো ফসল হবেনা।এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক কৃষানী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.