মোঃ আব্দুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে বিজিবি কেন সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করেনি তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সচিবালয়ে সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সীমান্ত রক্ষায় প্রয়োজনীয় এইসব সরঞ্জাম বিজিবির কাছে নেই। তবে ইতোমধ্যে এগুলো কেনার অনুমতি দেওয়া হয়েছে এবং দ্রুত সংগ্রহ করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবির কাছে বর্তমানে যে মরণঘাতী অস্ত্র রয়েছে তা সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় ব্যবহার উপযোগী নয়। বিএসএফের মতো সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল বিজিবির কাছে ছিল না। তবুও গ্রামবাসীর সহযোগিতায় পরিস্থিতি সামাল দেয় বিজিবি। সীমান্তে কার্যকর প্রতিরক্ষা নিশ্চিত করতে আমরা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ক্রয়ের উদ্যোগ নিয়েছি।
তিনি আরও জানান, সীমান্তের বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন কোন সমস্যা দেখা দেয়নি। এই পদক্ষেপের মাধ্যমে ভবিষ্যতে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page