বুড়িমারার মামুনের নামে লিচু চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বালিয়াপাড়া ভাটিয়া গ্রামে রবিউল এর বসত বাড়ির আঙ্গিনায় লিচু গাছ থেকে দিনে দুপুরে লিচু চুরি করে নিয়ে যায় কাঞ্চনপুর ইউনিয়নের বুড়িমারা গ্রামের বিটু মামুন বাহিনী।
রবিউল জানায় আমি ও আমার স্ত্রী শহরে বসবাস করি।হঠাৎ আমার চাচি অদ্য ১১/০৫/২০২৪ ইং রাতে ফোন করে জানায়,কে বা কাহারা তোমার লিচু পেড়ে নিয়ে যাচ্ছে,আমি ও আমার স্ত্রী সকাল ৮টার সময় গিয়ে দেখি সব লিচু পেড়ে নিয়ে গেছে।এলাকাতে খোঁজা খুজির পড়ে জানতে পারি ভাদালিয়া বুড়িমারা গ্রামের ওয়াদআলী ছেলে বিটু মামুন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে গিয়ে সব লিচু পেড়ে নিয়ে গেছে।
এবিষয়ে আমার স্ত্রী মনোয়ারা খাতুন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। তাতে উল্লেখ করেন।আমি মোছাঃ মনোয়ারা বেগম (৪২),স্বামী-মোঃ রবিউল ইসলাম, সাং- বালিয়াপাড়া, কাঞ্চনপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। আপনার কার্যালয়ে উপস্থিত হইয়া অভিযোগ দায়ের করিতেছি যে, বিবাদী ১। মোঃ বিটু (মামুন) (৪৫)পিতা- ওয়াদআলী, সাং- বুড়িমারা ভাদালিয়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। আমি উক্ত স্থানে সরকারী অনুদান হিসাবে কুষ্টিয়া সদর আসনের মাননীয় এমপি মহোদয় আমাকে একটি বসত ঘর দেয়।
আমি সেই ঘরের সাথে ০১টি লিচু গাছ লাগায় যাহা প্রচুর পরিমানে লিচু থাকে গত ০৯/০৫/২০২৪ ইং তারিখে রাত অনুমান১০.০০ ঘটিকার সময় উক্ত বিবাদী আমাদের অগোচরে প্রায় ৪০০০০/- হাজার টাকা লিচু চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে আমি স্থানীয় লোকের সাহায্যে অবগত হইয়া উক্ত বিবাদীকে জিজ্ঞাসা করলে বিবাদী
স্বীকার করেন কিন্তু আমার লিচু ফেরত বা দাম দিতে চায় না। তাই আমি নিরুপায় হয়ে আপনার থানায় অভিযোগ দায়ের করলিাম।