ভাঙ্গা রাস্তা মেরামতে এগিয়ে এলেন স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা

সামছুল হক রুবেল।।
কুষ্টিয়া সদর উপজেলা বটতৈল ইউনিয়ন খাজানগর দোস্তপাড়া ক্লাব মোড়ে ভাঙ্গা রাস্তা মেরামত করে দিলেন জামায়াতে ইসলামী বটতৈল ইউনিয়ন ৭ নং ওয়ার্ড দোস্তপাড়া ইউনিট এর নেতাকর্মীরা।বটতৈল পোড়াদহ মহাসড়ক দোস্তপাড়া ক্লাব মোড়ে রাস্তা দীর্ঘ দিন ধরে ভাঙ্গে বিভিন্ন বড় বড় গর্ত সৃষ্টি হয়েছিলো।প্রতিনিয়ত এই ভাঙ্গা রাস্তার জন্য দুর্ঘটনায় শিকার হচ্ছে মানুষ।কুষ্টিয়া খাজানগর ২ য় বৃহত্তর চাউলের মোকাম।প্রতি নিয়ত হাজার হাজার যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। দোস্তপাড়া ক্লাব মোড় হাল্কা বৃষ্টি হলেই পানি জমে গিয়ে জলবদ্ধতা সৃষ্টি হয়।এবং বড় বড় গর্তের কারণে প্রতি নিয়ত সড়ক দুর্ঘটনায় শিকার হচ্ছে।তাই জামায়াতে ইসলামী দোস্তপাড়া ইউনিট এর উদ্যোগে সড়ক মেরামত করেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের ইউনিট সদস্য কাজী হামিদুর ইসলাম বটতৈল ইউনিয়ন জামায়াতের আমীর মো: মতিয়ার রহমান মাষ্টার দোস্তপাড়া ইউনিটের সভাপতি হাজী আবু বক্কার সিদ্দিক মামুন হাজী ঝন্টু সহ স্থানীয় নেতৃবৃন্দ।