ভাদালিয়া , দরবেশপুর ও কাথুলিয়া গ্রামে দুগ্রুপে সংঘর্ষে সেনাবাহিনী নিয়ন্ত্রণ আটক-৪

নিউজ ডেক্সঃ
কুষ্টিয়া সদর উপজেলা আলামপুর ইউনিয়নের দরবেশপুর ও কাথুলিয়ায় ৫ আগষ্ট শৈরাশাসন পতনের পর পরই দফায় দফায় বেধে যায় মামুন গ্রুপ ও বক্কার দুগ্রুপের সংঘর্ষ। অদ্য ৩১-০৮-২৪ ইং তারিখে বিকেল ৩ ঘটিকার সময় বক্কার গ্রুপের লোকজন আবরো মামুন গ্রুপের খাজার বাড়িতে ভাংচুর করলে এতে গুরুত্ব আহত হয় খাজার স্ত্রী।এর পরপর উত্তেজনা বিরাজমান।ক্ষনিকের মধ্যে মসজিদে মাইকিং করে হাজারো লোকজন জড়ো করলে।দ্রুত সময়ের মধ্যে চলে আসে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ।এলাকার উত্তেজনা ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী।এসময় মামুন গ্রুপের লোকজন পালাতে গিয়ে দেশিও অশ্রসহ সেনাবাহিনী হাতে আটক হয় আইনুল,ইমরান , রাব্বি ও ইব্রাহিম । এবিষয় এলাকার লোকজনের সাথে কথা বললে তারা জানান সেনা বাহিনী যাদেরকে ধরেছে এরা সাধারন খেটে-খাওয়া মানুষ।যারা হামলা ভাংচুর করলো তাদের না ধরে নিরপরাধ লোকজনকে আটক করেছে সেনাবাহিনী।