বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

ভারতীয় সাম্রাজ্যবাদ ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়া হবে: মামুনুল হক

Reporter Name / ১৮৩ Time View
Update : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

বার্তা ডেক্সঃ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর ছাত্র-জনতাসহ সাধারণ মানুষ এক হয়েছে। ভারতীয় সাম্রাজ্যবাদ ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়া হবে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের আমতলী মোড়ে শানে রিসালাত সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, ১৯৭০ এর নির্বাচনী ইশতেহারে শেখ মুজিব অঙ্গীকার করেছিলেন- তিনি ক্ষমতায় গেলে কোনো দিন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। এ অঙ্গীকার করার কারণে বাঙালিরা শেখ মুজিবকে ভোট দিয়ে বিজয়ী করেছিলেন। এরপর দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করলো বাঙালিরা। অথচ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরামর্শে শেখ মুজিব ৭১ এর সে চেতনাকে হত্যা করেছেন।

তিনি বলেন, ভারতের মূলনীতির আলোকে ৭২ এর সংবিধান রচনার মধ্য দিয়ে এদেশে ভারতীয় সাম্রাজ্যবাদের সূচনা করেছিলেন শেখ মুজিবুর রহমান। তাই শেকড়ে পানি ঢেলে কখনো বিষবৃক্ষ ধ্বংস করা যাবে না। বাংলাদেশ থেকে ভারতীয় বস্তা পঁচা ইসলামবিরোধী সংবিধানকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে। তাহলেই ফ্যাসিবাদের শেকড় উপড়ে যাবে।

সম্মেলনে অন্যদের মধ্যে হেফাজতে ইসলাম নওগাঁর জেলা কমিটির সভাপতি মুফতি মো. রাশেদ ইলিয়াস, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি ও বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চলসহ হেফাজতে ইসলাম বাংলাদেশের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কয়েক হাজার শ্রোতা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page