ভেড়ামারায় তুচ্ছ ঘটনায় প্রতিবেশী মাসুদ রানার বিরুদ্ধে গৃহবধূকে মারধরের অভিযোগ

ভেড়ামারা প্রতিনিধ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ধরমপুর ইউনিয়নের কাজিহাটা গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিবেশীর উপর হামলায় ১জন আহত হয়েছে। আহতরা হলেন, উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজীহাটা গোরস্থান পাড়ার রাকিবুল হাসানের স্ত্রী মেরিনা খাতুন (৩৫) এ ব্যাপারে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ভেড়ামারা থানা ও গৃহবধূ’র লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, গতকাল দুপুরে ধরমপুর ইউনিয়নের কাজীহাটার গোরস্থান পাড়ার হাসান ছেলে মাসুদ রানা (৩৫), মাসুদ রানার স্ত্রী চম্পা খাতুন (৩০), হাসিবুলের স্ত্রী বিপাশা খাতুন (৩০) ও মৃত গফুর প্রামানিকের ছেলে ভাষাসহ (৪৫) অজ্ঞতরা তুচ্ছ ঘটনার জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালালে মেরিনা খাতুন আহত হয়েছে। আহত মেরিনা খাতুন উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজীহাটার গোরস্থান পাড়ার রাকিবুল হাসানের স্ত্রী । এলাকাবাসী আহতদের কে উদ্ধার করে ৫০ শয্যা বিশিষ্ট ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম জানান, ৪ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।