ভেড়ামারায় দেশ নায়ক তারেক রহমান সহ দেশের সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহারের দাবিতে জনসভা

ভেড়ামারা প্রতিনিধিঃ মিলন আলী
কুষ্টিয়া ভেড়ামারায় আজ ৩০ শে অক্টোবর২০২৪ইং বুধবার বিকাল ৪টা সময় ভেড়ামারা শাপলা চত্বরে দেশমাতা বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান সহ দেশের সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহারের দাবিতে এক বিশাল জনসভা করেছে, জাতীয় পার্টি (কাজী জাফর), এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব মোস্তফা জামাল হায়দার, চেয়ারম্যান, জাতীয় পার্টি (কাজী জাফর), সাবেক মন্ত্রী।
প্রধান বক্তা জননেতা জনাব আহসান হাবিব লিংকন, মহাসচিব, জাতীয় পার্টি (কাজী জাফর), সাবেক সাংসদ (কুষ্টিয়া-২) প্রধান বক্তা বলেন আওয়ামী লীগ সরকারে আমলে আমি মামলা হামলার শিকার হয়েছি, তাও দল ত্যাগ করি নাই আমি একমাত্র সাবেক এম পি আমার জমি জমা টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স কিছুই নাই আমার একটাই উদ্দেশ্য জনগণের পাশে থেকে আমি জনগণকে সেবা করতে চাই জনগণের সেবক হতে চায়, দেশে বেকারত্ব বেশি বেকারদের চাকরি সুবিধা করে দেবো ইনশাল্লাহ আমি যদি সামনে নির্বাচনে জয়ী হতে পারি ভেড়ামারা- মিরপুরবাসি আমার বিষয়ে জানে দলের জন্য কি করেছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নওয়াব আলী আব্বাস খান, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি (কাজী জাফর)। জনাব হান্নান আহম্মদ খান বাবলু, ভাইস চেয়ারম্যান ও আহবায়ক, ঢাকা মহানগর, জাতীয় পার্টি (কাজী জাফর)। জনাব কাজী নজরুল ইসলাম, যুগ্ম মহাসচিব, জাতীয় পার্টি (কাজী জাফর)। জনাব জাহাঙ্গীর হাফিজ লালু, সভাপতি, জাতীয় পার্টি (কাজী জাফর), কুষ্টিয়া জেলা শাখা।
এই জনসভায় সভাপত্বিত করেন জনাব এম এ আলম চাঁদ মন্ডল, সভাপতি, জাতীয় পার্টি (কাজী জাফর), ভেড়ামারা উপজেলা শাখা ও সঞ্চালনায় ছিলেন জনাব হাজী জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস, সাধারণ সম্পাদক, জাতীয় পার্টি (কাজী জাফর), ভেড়ামারা উপজেলা শাখা।
Leave a Reply

Experience seamless fun and excitement as you play at a pay by mobile casino revolutionizing your ga

Nieprzewidywalność spadającej kulki w świecie gier a plinko oszuści, którzy czyhają na naiwność grac
