ভেড়ামারায় বিজেএম ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মিলন আলী ভেড়ামারা( কুষ্টিয়া)
কুষ্টিয়া ভেড়ামারায় বিজেএম ডিগ্রী কলেজের ব্যবস্হাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফেরদৌস হোসেন ও প্রদর্শন আব্দুর রব এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আজ ২১শে নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিজেএম ডিগ্রি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা শাখা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাহাদুরপুর ইউনিয়নের বিজেএম ডিগ্ৰি কলেজের এডহক কমিটির সভাপতি মোঃ শাহাজান আলী।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দীন ও আলহাজ্ব রুবেল মাহমুদ রতন, গোলাম হোসেন চানু, বিদায়ী শিক্ষক ফেরদৌস হোসেন, আব্দুর রব, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম বকুল, সাবেক সহকারী অধ্যাপক আজিজুর রহমান, ও সহকারী অধ্যাপক ইদ্রিস আলী প্রমুখ।
প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায়
এসময় উপস্থিত ছিলেন, বিজেএম ডিগ্রি কলেজের সকল শিক্ষক-কর্মচারী-সহ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদ কর্মী ও ছাত্র-ছাত্রী বৃন্দ। বিজেএম ডিগ্রি কলেজ উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।