ভেড়ামারা থানা গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির চোর আটক ৩

ভেড়ামারা প্রতিনিধ
কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের অভিযানে, ভেড়ামারা থানা গ্যারেজ হতে মোটরসাইকেল চুরি মামলার মোটরসাইকেল চোর-চক্রের তিন সদস্য গ্রেফতার করেছে পুলিশ একটি চোরায় মোটরসাইকেল সহ আটক হয়েছে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম এর নেতৃত্বে ভেড়ামারা থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের তিনজন আসামি ধরতে সক্ষম হয়েছে। চোর সদস্য ১/মোঃ ওমর ফারুক (৩০)পিতা মোঃ আলিমুদ্দিন সাং মুলাডুলি.২/মোঃ জামিল খান (২৬)পিতা মোঃ জয়নাল খান সাং মুলাডুলি. ৩/মোঃ রুহুল আমিন খাঁ হৃদয় (২৯),পিতা মোঃ নজরুল ইসলাম সাং মুলাডুলি সর্ব থানা ঈশ্বরদী জেলা পাবনা দেরকে একটি চোরাই লাল কালো রংয়ের পালসার মোটরসাইকেল সহ আটক করে। আসামিদের জিজ্ঞাসাবাদ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামি গ্রেফতার ও চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে কে জানিয়েছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম।
Leave a Reply

Experience seamless fun and excitement as you play at a pay by mobile casino revolutionizing your ga

Nieprzewidywalność spadającej kulki w świecie gier a plinko oszuści, którzy czyhają na naiwność grac
