ভেড়ামারা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভেতর থেকে তিন পুলিশের ৩টি চুরি যাওয়া মোটরসাইকেল তিন দিনেও উদ্ধার হয়নি।
৩১ অক্টোবর বৃহস্পতিবার রাতে থানার ভেতরে চুরির এ ঘটনা ঘটে। ভেড়ামারা থানা পুলিশ এ বিষয়ে গোপন করে রাখলেও আজ শনিবার ফেসবুকে চুরির ঘটনা ভইরাল হয়ে যায়।
মোটরসাইকেল চুরির বিষয়টি ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত পোনে ৩ টার দিকে ভেড়ামারা থানার ভেতরের গ্যারেজ থেকে তিনটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোর চক্র।
ভেড়ামারা থানায় কর্মরত পুলিশের এস আই আল আমিন হোসেন কনস্টেবল মাসুদ ও
সোহেল রানা থানার ভেতরের গ্যারেজে তিনটি মোটরসাইকেল রেখেছিলেন। ভোরে গ্যারেজে গিয়ে দেখতে পায় মোটরসাইকেল ৩টি নেই। চোর চক্রের সদস্যরা মোটরসাইকেলের লক ভেঙে বাজাজ কোম্পানির ১৫০ সিসির পালসার ব্র্যান্ডের তিনটি মোটরসাইকেল নিয়ে যায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি চুরির মামলা হয়েছে। মোটরসাইকেল উদ্ধারে পুলিশ কাজ করছে।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page