আশিক আলী।।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার শোন্দহ মাধ্যমিক বিদ্যালয় থেকে নবম শ্রেনীর শিক্ষার্থী মিম খাতুনকে অপহরনের চেষ্টায় বাঁধা দেওয়ায় শিক্ষকের উপর হামলা এবং থানায় মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ রবিবার বেলা ১২ টার দিকে অত্র বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে কয়েকশ শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহন করে। এসময় স্কুলের প্রধান শিক্ষক সুকমান আলী অভিযোগ করে বলেন, গত ২৭ আগষ্ট বাড়ী থেকে স্কুলে আসার সময় স্কুল গেট থেকে মিম খাতুন নামের এক শিক্ষার্থীকে জোর করে একটি গাড়ীতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে মোস্তাফিজুর রহমান দিপু নামের এক বখাটে ও তার সহযোগিরা। এসময় ওই ছাত্রীর চিৎকারে স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা এগিয়ে আসে এবং বখাটেদের বাঁধা দেয়। পরে ওই বখাটেরা ক্ষিপ্ত হয়ে শিক্ষকদের উপর হামলা চালায় এবং তাদের অকথ্য ভাষায় গালি দিয়ে হুমকি প্রদান করেন।
পরের দিন বখাটে দিপু প্রধান শিক্ষকসহ তিনজন শিক্ষকের নামে থানায় মিথ্যা অভিযোগ করেন। এই ঘটনা জানার পর ক্ষিপ্ত হয়ে স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থীরা হামলাকারীর দিপু ও তার সহযোগিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানব বন্ধন করেন। কর্মসুচি চলাকালে শিক্ষার্থীদের অভিভাবকরাও এসে তমানববন্ধনে অংশ নেয়।
এসময় তাদের দাবী মানা না হলে কঠোর কর্মসুচি দেয়া হবে বলে আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page