মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া মিরপুর ব্যবসায়ীক দ্বন্দে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন মিরপুর পৌর ০৩ (তিন) নং ওয়ার্ড মোশারফপুর গ্রামের সেলিম এর পুত্র ইমরান হোসেন, একই গ্রামের আকরাম কসাইয়ের পুত্র জীবন।
গতকাল বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে মিরপুর পৌর ০৩ নং ওয়ার্ড এলাকার পালপাড়া ব্রিজ সংলগ্ন লাম এর সেলুনের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত হন, মিরপুর পৌর ০৩ (তিন) নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইমরান হোসেন, ও স্বেচ্ছাসেবক নেতা জীবন।
এলাকাবাসী জানান ইমরান জীবন সবাই মিরপুর পৌর ০৩ (তিন) নং ওয়ার্ড পালপাড়া ব্রিজ সংলগ্ন লাম এর সেলুনে বসে ছিলেন চুল কাটানোর জন্য, এ সময় হঠাৎ পালপাড়া গ্রামের চন্দ্র পালের ছেলে "" শুশিল কুমার পাল"" ,ও পূর্ব বাজার পাড়া গ্রামের (ক্যানালপাড়া) আব্দুল কাদেরের ছেলে "" শাহীন (টুকাই)"" ও বকুল মল্লিকের ছেলে "" লিটন "" সহ ২/৩ জন অজ্ঞাতব্যাক্তি অতর্কিত ভাবে এসে ইট,কাঠের বাটাম সহ এলোপাতাড়ি মারপিট করে এতে মোশারফপুর গ্রামের সেলিমের ছেলে ইমরান এর মাথা ফেটে যায় এবং ৬ টা সেলাই দেওয়া হয়,এবং জীবন কে কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারধর করে জখম করা হয়। এলাকাবাসী সুত্রে জানাযায় শুশিল একজন মাটিরচাক ব্যবসায়ী, আর ইমরান জীবন সহ যারা এই মাটির চাঁক খনন করে বেড়ায় (লেবার) এরা সবাই এক হয়ে মজুরি বাড়ানো নিয়ে সবাই একত্র হয় এবং সিদ্ধান্ত নেয় মজুরি না বাড়লে কেও কাজে যাবে না,এটার জন্য শুশিল ও তার সন্ত্রাসী বাহিনীর শাহীন ও লিটন কে সাথে নিয়ে এসে এই ঘটনা ঘটায়। এলাকাবাসী ও এই চাঁক লেবার দের দাবী এটার সর্বোচ্চ বিচার দাবী করেন তারা।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page