বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

মিরপুরে ১০১৫০ জন কৃষক পাচ্ছে আউশ মৌসুমে কৃষি প্রণোদনা

Reporter Name / ২৫৫ Time View
Update : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

বশির আহাম্মেদ চাঁদ :

২০২৪-২৫ মৌসুমে উফশী আউস ধান, পাট বীজ এবং গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে মিরপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উক্ত বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়া-২ (মিরপুর- ভেড়ামারা) আসনের সংসদ সদস্য মোঃ কামারুল আরেফিন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ মৌসুমে ৭৪০০ কৃষককে আউশ ধানের ৫ কেজি করে ধানের বীজ ও ২০ কেজি করে সার প্রণোদনা দেয়া হচ্ছে, এছাড়াও ২৭০০ জন কৃষক কে ১ কেজি করে পাট বীজ,৫০ জন কৃষক কে পেঁয়াজ বীজ প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামারুল আরেফিন বলেন, বর্তমান সরকার কৃষির সমৃদ্ধির জন্য যে হারে কৃষি প্রণোদনা প্রদান করছেন যা বিশ্বে বিরল।

মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ে কৃষকদের উন্নতির লক্ষ্যে প্রতিবছর এই প্রণোদনা দিয়ে আসছেন। উক্ত অনুষ্ঠানে মিরপুর উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেসা এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত আবুল কাশেম জোয়ার্দার সহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page