মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

বশির আহাম্মেদ চাঁদ (মিরপুর প্রতিনিধি):
কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবছর বৈশাখের মাতাল হাওয়া সকলেই মাতিয়ে দিয়ে যাক এবং প্রাণে ছুঁয়ে দিয়ে যাক – আনন্দের পরশ, বৈশাখের আগমনে ” শুভ নববর্ষ”। তাই তো সারাদেশের ন্যায় মিরপুর উপজেলায় বর্ণিল আয়োজনে উৎযাপিত হয়েছে – পহেলা বৈশাখ।
রবিবার (১৪এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জিয়া সড়ক হতে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর শেষ হয় ।
উক্তি অনুষ্টানে উপস্হিত ছিলেন
উপজেলা নির্বাহী অফিসার বিবি কলিমুন্নেসা, উপজেলা পরিষদ ভারপাপ্ত চেয়ারম্যান কাশেম জোয়ার্দ্দার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল হালিম,সিনিয়ার সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু,যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ সহ সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সম্প্রদায়ের নারী পুরুষ ও সুধীজন।
উক্ত অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসো হে বৈশাখ এসো এসো গানের মাধ্যমে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু করা হয় এবং পুতুল নাচ এবং পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। উপজেলা চত্তরের কাঁঠাল বাগানে হস্তশিল্প মেলার আয়োজন করা হয়।
পরিশেষে বেলায় ১ঘটিকার সময় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি শিশু পরিবারের মধ্যে উন্নত খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।