নিউজ ডেক্সঃ
শনিবার (৩০ নভেম্বর'২৪ খ্রি.) তারিখে সম্মানিত পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে সহকারী পুলিশ সুপার,মিরপুর সার্কেল, কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, মিরপুর থানা কুষ্টিয়ার নেতৃত্বে মিরপুর থানার একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ০১ টি ওয়ান শুটারগান ও ০১ (এক) রাউন্ড গুলি উদ্ধার পূর্বক আসামী ১। মোঃ বোরহান (৪৫), পিতা- মৃত. আইয়ুব আলী মন্ডল, গ্রাম- কালিনাথপুর, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে মিরপুর থানার মামলা নং-২৬, তাং ৩০/১১/২৪ খ্রি.,ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page