বার্তা ডেক্সঃ
অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, চিকিৎসা ও বাণিজ্যের জন্য মানুষ ভারতে যায়। না গেলে আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের বিরুদ্ধে যতদিন ভারত প্রোপাগান্ডা চালাবে ততদিন সে দেশে লোক কম যাবে।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে নব নির্মিত উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন এম সাখাওয়াত হোসেন।
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ভারত সরকার ভিসা না দেওয়ায় যাত্রী যাতায়াত কম হচ্ছে। এতে আমাদের চেয়ে ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশের যেসব রোগী সেদেশে চিকিৎসা নিয়ে থাকেন তাদের একটু ক্ষতি হচ্ছে। কোনো ইন্ধন নয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
পরে স্থলবন্দরের সার্বিক বিষয় নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এম সাখাওয়াত হোসেন। বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে যান তিনি। এ সময় আব্দুল্লাহর মা-বাবা এবং পরিবারের খোঁজ-খবর নিয়ে তার কবর জিয়ারত করেন।
এসময় স্থলবন্দরের চেয়ারম্যান মানজারুল মান্নান (অতিরিক্ত সচিব), যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, বিজিবি দক্ষিণ পশ্চিম অঞ্চলের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসমিন, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার, পোর্ট থানা ওসি মো. রাসেল মিয়া, ইমিগ্রেশন (ওসি) ইব্রাহিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page