রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবাগত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

তিতাস আহম্মেদঃ কুষ্টিয়া জেলা শহর হতে দক্ষিণে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের ১৫ কিঃমি দূরে বিত্তিপাড়া বাজার হতে পূর্ব দিকে বিত্তিপাড়া মৃত্তিকাপাড়া সড়ক পথে ৩ কিঃমি দূরে রনজিতপুর যা সদর উপজেলার ইবি থানার অন্তর্গত ১০ নং উজান গ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের একটি ছোট্ট গ্রাম। সেখানেই গড়ে উঠেছে ইং ০১-০১-১৯৯৫ তারিখ হতে প্রস্তাবিত রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সমাজ উন্নয়ন গবেষণা গবেষণা প্রতিষ্ঠান এন্ড এস. এস.সি ভকেশনাল ইনিষ্টিটিউট।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ডাঃ খন্দকার আবু দাউদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছানোয়ার হোসেন মোল্লা( নবাগত ম্যানেজিং কমিটির সভাপতি রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়) চেয়ারম্যান ১০নং উজানগ্রাম ইউনিয়ন পরিষদ ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ উজানগ্রাম ইউনিয়ন কুষ্টিয়া। আরও উপস্থিত ছিলেন মোঃবজলুর রহমান মন্ডল(দাতা সদস্য) মোঃ নাসির উদ্দীন( সদস্য সচিব) মোঃআকরাম খাঁ( অভিভাবক সদস্য) মোঃ ফারুক জোয়ার্দ্দার( অভিভাবক সদস্য) মোঃ নাসির উদ্দীন( অভিভাবক সদস্য) মোঃইসমাইল হোসেন( সাধারণ শিক্ষক সদস্য) মোঃ আজমল হক( সাধারণ শিক্ষক সদস্য) মোছাঃ শিউলী পারভীন(সংরক্ষিত মহিলা সদস্য)
এছাড়া উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয় শিক্ষক মহাদয় গণ মোঃ নাসির উদ্দীন প্রধান শিক্ষক (বিএসসি,এম. এড) সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন,মোঃ ইসমাই হোসেন( ক্রিয়া) মোঃ নাসির আহমেদ(সহকারী শিক্ষক ধর্ম) মোঃ রাকিবুল ইসলাম মোঃ উম্মে হামিদা বাণু( সহ শিক্ষক বাংলা) মোছাঃআসমা আক্তার ( সহঃ শিক্ষক ইংরেজি) মোছাঃ শামিমা খাতুন ( সহ শিক্ষক বাংলা) মোছাঃ চামেলী পারভিন( সহ শিক্ষক ইংরেজি) মোছাঃ শিউলি পারভীন( সহঃ শিক্ষক ইংরেজি) মোছাঃ রজিনা খাতুন ( সহ শিক্ষক সমাজ) মোঃ গোলাম মোস্তফা( সহঃ শিক্ষক কম্পিউটার) মোঃ আজিবুর রহমান( সহঃ শিক্ষক বাংলা।
০১-০১-২০০২ থেকে রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের এস. এস. সি পরিক্ষা দেওয়ার অনুমতি পায়।প্রতিষ্ঠানটিতে তিনটা বিভাগ আছে যাহা মানবিক, বিজ্ঞান, বাণিজ্য সহ কারিগরি শাখায় দুইটি ট্রেডে এসএস সি পর্যন্ত চালু রয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি ছানোয়ার হোসেন মোল্লা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের শিক্ষার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সুফল ব্যবহার করতে হবে। এককের পক্ষে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব না তাই আমাদের সবাইকে শিক্ষিত না সুশিক্ষিত হতে হবে। সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। আমি আগেও আপনাদের পাশে ছিলাম এখন তো আপনাদের সদস্য হয়ে গেলাম আরও দায়িত্ব বেড়ে গেল। আমি এই বিদ্যালয়ের অবকাঠামো গত উন্নয়ন ও শিক্ষার মানকে বাড়াতে আমার ও আমাদের সকলকে সুসংগঠিত ভাবে কাজ করতে। অতীতের চেয়ে আগামীতে আরও ভালো ফলাফল আনতে হবে আমাদের।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাসির উদ্দীন বলেন আমরা সর্বপরি কাজ করে যাচ্ছি। অতীতের চেয়ে বর্তমানে আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের জে.এস.সি ও এস.এস.সি পরিক্ষার ফলাফল ভালো।
ডাঃ খন্দকার আবু দাউদ প্রাথমিক স্বাস্থ্য পরিচর্চা সম্পর্কে সকলকে অবগত করেন এবং আগামীতে কিভাবে বিদ্যালয়টির বর্তমান সুনাম অক্ষণ রাখা যায় সেই লক্ষে আমাদের সবাইকে কাজ করতে হবে।শুধু অবকাঠামো উন্নয়ন না আমি শিক্ষার মান উন্নয়ন চাই। শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত খেলাধুলা ও ব্যায়ম করা উপদেশ দেন। আগের থেকে বর্তমানে স্কুলের পরিবেশ ও শিক্ষার মান ভালো হয়েছে বলে জানান।
সকলের সুস্বাস্থ্য কামনা ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উক্ত বিদ্যালযের ধর্মীয় শিক্ষক মোঃ নাসির আহম্মদ।