তিতাস আহম্মেদঃ
রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ করে দেশের কৃতি সন্তান সকল ভাষা শহীদ এবং দেশের জন্য সকল শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা রেখে ঋতুরাজ বসন্তের আগমনে বিদ্যালয়ের সবুজ চত্বরে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। ২৫(ফেব্রুয়ারি)২০২৫ ইং তারিখে কুষ্টিয়া জেলা শহর হতে দক্ষিণে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের ১৫ কিঃমি দূরে বিত্তিপাড়া বাজার হতে পূর্ব দিকে বিত্তিপাড়া মৃত্তিকাপাড়া সড়ক পথে ৩ কিঃমি দূরে রনজিতপুর যা সদর উপজেলার ইবি থানার অন্তর্গত ১০ নং উজান গ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের একটি ছোট্ট গ্রাম। সেখানে গড়ে উঠেছে রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সমাজ উন্নয়ন গবেষণা গবেষণা প্রতিষ্ঠান এন্ড এস. এস.সি ভকেশনাল ইনিষ্টিটিউট, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডাঃ খন্দকার আবু দাউদ। প্রতিষ্ঠানটিতে বর্তমানে তিনটা বিভাগ রয়েছে মানবিক, বিজ্ঞান, বাণিজ্য। এছাড়া নবম দশম শ্রেণির ভকেশনাল শাখায় সিভিল ও ইলেকট্রিক্যাল ট্রেড রয়েছে। সংস্কৃতি চর্চা বর্তমানে মৃতপ্রায়, যা আছে তা নিঃষ্প্রাণ কলুষিত ও কুসংস্কারাচ্ছান্ন। লেখা পড়া পাশাপাশি বিনোদনের প্রয়োজন তারই ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইসমাইল হোসেন মুরাদ আহবায়ক, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি ও সদস্য কুষ্টিয়া জেলা বিএনপি,মোঃ শহিদুজ্জামান খোকন যুগ্ম আহবায়ক, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি ও সদস্য কুষ্টিয়া জেলা বিএনপি। মোঃ নজরুল ইসলাম যুগ্ম আহবায়ক, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি।জনাব মোঃ জয়নাল আবেদিন প্রধান যুগ্ম আহবায়ক, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি,মোঃ আব্দুল মজিদসার্চ কমিটি সদস্য উজানগ্রাম ইউপি বিএনপি ও সভাপতি, ব্র্যাক গণকেন্দ্র পাঠাগার রনজিতপুর মাধ্যঃবিদ্যালয়। সভাপতিত্ব করবেন মোঃ আব্দুল মজিদ সহকারী অধ্যাপক (বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ, কুমারখালী কুষ্টিয়া ও সভাপতি, রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয় এন্ড এস.এস.সি ভোকেশনাল প্রতিষ্ঠান। ইমরান হোসেন যুগ্ম আহ্বায়ক ছাত্রদল কুষ্টিয়া সদর উপজেলা,মিরাজুল ইসলাম সহ স্থানীয় নেতা কর্মীরা। এছাড়া অভ্যর্থনায় ছিলেন জনাব ডাঃ খন্দকার আবু দাউদ (প্রতিষ্ঠাতা, রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়),মোঃ নাসির উদ্দিন, অভিভাবক সদস্য, রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক মহাদয় সহকারী সার্বিক তত্ত্বাবধানে মোঃ আনোয়ার হোসেন (সহকারী প্রধান শিক্ষক, বি.এ, বি.এড) শৃঙখলা রক্ষায় ছিলেন মোঃ রকিবুল হাসান (সহকারী শিক্ষক, এম.এসসি, বি.এড) মোঃ গোলাম মোস্তফা (সহকারী শিক্ষক কম্পিউটার, বি.এস.এস(অনার্স), বি.এড, কম্পিঃপ্রঃ)মোছাঃ চামেলী পারভীন (সহকারী শিক্ষিকা, এম.এ, বি.এড)সামগ্রীক ক্রীড়া পরিচালনায় ছিলেনমোঃ ইসমাইল হোসেন (সিনিয়র শিক্ষক ক্রীড়া, বি.এ, বিপিএড) ক্রীড়া সহযোগীতায় ছিলেন নাজির আহমাদ (সিনিয়র শিক্ষক ধর্মীয়, কামেল, এম.এড) উম্মে হামিদা বাণু (সহকারী শিক্ষিকা, এম.এ, বি.এড)মোছাঃ শামীমা আক্তার (সহকারী শিক্ষিকা, এম.এ, বি.এড) শিউলী পারভীন (সহকারী শিক্ষিকা, এম.এ, বি.এড) মোঃ আজিবর রহমান (সহকারী শিক্ষক, এম.এস.এস রাষ্ট্রবিজ্ঞান, বি.এড) মোঃ একলাচুর রহমান (সহকারী শিক্ষক, এম.এসসি বি.এড)হারুন অর রশিদ (সহকারী শিক্ষক, এমবিএ) অনুষ্ঠান ঘোষণা ও ধারা বর্ণনায় ছিলেন মোছাঃ আসমা খাতুন (সহকারী শিক্ষিকা, এম.এ, এম.এড)মোঃ আজমল হক (সহকারী শিক্ষক, এম.এসসি, বি.এড) রেকর্ড সংরক্ষণে ছিলেন মোছাঃ রোজিনা খাতুন (সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, বি.এ, লাইব্রেরীয়ান ডিপ্লোমা) মোছাঃ জোসনারা খাতুন (সহকারী শিক্ষক, এমএসসি) পুরস্কার সংরক্ষণে দায়িত্ব ছিলেন মোঃ খিলাফত আলী (অফিস সহকারী, আই.কম) মোঃ মনিরুল ইসলাম (কম্পিউটার ল্যাব অপারেটর) এছাড়া উপস্থিত ছিলেন ডাঃ মোঃ সাহাজ উদ্দিন (সাবেক সহকারী মেডিকেল অফিসার) শৃঙ্খলা রক্ষায়: ছাত্র-ছাত্রী ও স্কাউটস দল সার্বিক সহযোগীতায় ছিলেন মোঃ মাছুদুর রহমান (দপ্তরী), মোঃ সাগর মিয়া (অফিস সহায়ক),মোছাঃ জোসনা খাতুন (আয়া) রিপন বেদ (পরিচ্ছন্নতাকর্মী),মোঃ শাহাজালাল মিন্টু (পার্ট টাইম নৈশ প্রহরী) আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়টির দাতা সদস্য মোঃ বজলুর রহমান, এছাড়া উপস্থিত ছিলেন ১০ নং উজানগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মো সবুর আলম। এসময় প্রধান অতিথি বলেন এই আনন্দঘন মুহূর্তে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে আমি মুগ্ধ। বিশেষ করে, 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন' নিয়ে তাদের পরিবেশিত নাটকটি আমাকে গভীরভাবে আলোড়িত করেছে। এই নাটকের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা সমাজের এক গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেছে। তাদের এই সাহসী প্রয়াস এবং সৃজনশীল উপস্থাপনা সত্যিই প্রশংসার যোগ্য। সমাজের বিভিন্ন স্তরে বিদ্যমান বৈষম্য দূরীকরণে তাদের এই সচেতনতা এবং উদ্যোগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি বিশ্বাস করি, এই নাটকের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা শুধু নিজেদের প্রতিভারই পরিচয় দেয়নি, বরং সমাজের প্রতি তাদের দায়বদ্ধতারও প্রমাণ দিয়েছে। তাদের এই প্রচেষ্টা আমাদের সকলকে অনুপ্রাণিত করে যেন আমরাও বৈষম্যমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসবে। আমি রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এই অসাধারণ পরিবেশনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। একইসঙ্গে, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং অভিভাবকদেরও ধন্যবাদ জানাই, যারা ছাত্র-ছাত্রীদের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন করে তুলেছেন। আসুন, আমরা সকলে মিলে একটি সুন্দর, বৈষম্যহীন সমাজ গড়ে তুলি, যেখানে প্রতিটি মানুষ সমান সুযোগ-সুবিধা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা মূলক বক্তব্য রাখেন ও আগামীর দিনগুলো ভালো ফলাফল ও বিদ্যালয়ের সুনাম অক্ষণ রাখতে সবাইকে তাগিদ দেন। অতিথীদের হাত থেকে বিজয়ীদের পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্পাপ্তি ঘটে।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page