বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন

শবে বরাতের ফজিলত ও নামাজে নিয়ত

Reporter Name / ২৯০ Time View
Update : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

আসন্ন ২৫ ফেব্রুয়ারি ২০২৪ইং রোজ রবিবার বাংলাদেশে পালিত হবে লাইলাতুল বরাত বা শবে বরাত।

এ রাত পুরো মুসলিম বিশ্বে নফল ইবাদত পালন করা হয়। অনেকেই এ রাতের বিভিন্ন ফজিলত সম্পর্কে বর্ণনা করেন। যার জন্য প্রত্যেক মুসলমান নারী ও পুরুষ এ রাতে ইবাদত পালন করে। নাজাতের আশায় অনেকেই পুরো রাত জেগে ইবাদত করেন।

শবে বরাতের নামাজের নিয়ত:
আরবি নিয়ত:
نَوَيْتُ أَنْ أُصَلِّيَ نَافِلَةَ لَيْلَةِ الْبَرَاءَةِ رَكْعَتَيْنِ لِلَّهِ تَعَالَى

বাংলা নিয়ত:
আমি আল্লাহ তায়ালার জন্য দুই রাকাত লাইলাতুল বরাতের নফল নামাজ আদায় করার নিয়ত করলাম।

আরবি নিয়তের বাংলা উচ্চারণ:
নাওয়াইতু আন উসাল্লি নাফিলাতা লাইলাতিল বারাআতি রাক্আতাইনি লিল্লাহি তাআলা।

নামাজের নিয়ম:
ওজু করে পবিত্র পোশাক পরিধান করুন।

ক্বেবলামুখী হয়ে নিয়ত করুন।

প্রথম রাকাতে সূরাহ ফাতিহা ও যেকোনো সূরাহ পড়ুন।

দ্বিতীয় রাকাতে সূরাহ ফাতিহা ও যেকোনো সূরাহ পড়ুন।

রুকু ও সিজদা সম্পন্ন করে সালাম ফিরিয়ে নিন।

নামাজের পর দোয়া:
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ حَلِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ুন হালিমুন্ তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি।

অনুবাদ:
হে আল্লাহ! তুমি ক্ষমাশীল, দয়ালু, ক্ষমা করতে ভালোবাসো। সুতরাং আমাকে ক্ষমা করে দাও।

শবে বরাতের নামাজের নিয়ত
এক বছর পরে আবারও এসেছে শবে বরাত। এই রাতে নামাজ পড়ার জন্য সবাই নিয়ত জানার জন্য অনুসন্ধান করে। আমাদের মা ও বোনেরা শবেবরাতের নামাজ আদায় করে। যার জন্য তারাও লাইলাতুল বরাতের নামাজের নিয়ত জানার জন্য অনুসন্ধান করে। অনেকেই আছেন যারা আরবি পড়তে পারেন না। তাদের জন্য শবে বরাতের বাংলা নিয়ত দেওয়া হয়েছে। সবচাইতে সহজ ভাবে শবে বরাতের নামাজের নিয়ত দেওয়া হয়েছে এখানে।

শবে বরাতের আরবি নিয়তের উচ্চারণ: نَوَيْتُ أَنْ أُصَلِّيَ لَيْلَةَ الْبَرَاءَةِ رَكْعَتَيْنِ نَافِلَةً مُتَوَجِّهًا إِلَى الْكَعْبَةِ الشَّرِيفَةِ للهِ تَعَالَى.

শবে বরাতের বাংলা নিয়ত: আমি মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কেবলামুখী হয়ে দুই রাকাত নফল শবে বরাতের নামাজ আদায় করার নিয়ত করলাম।

শবে বরাতের নিয়তের ব্যাখ্যা:
نَوَيْتُ: “আমি নিয়ত করলাম”

أَنْ أُصَلِّيَ: “যে আমি নামাজ পড়ব”

لَيْلَةَ الْبَرَاءَةِ: “শবে বরাতের রাতে”

رَكْعَتَيْنِ: “দুই রাকাত”

نَافِلَةً: “নফল”

مُتَوَجِّهًا إِلَى الْكَعْبَةِ الشَّرِيفَةِ: “কেবলামুখী হয়ে”

للهِ تَعَالَى: “মহান আল্লাহর জন্য”

নামাজের নিয়ত করার সময়:
নামাজের জন্য অজু করে জায়নামাজে দাঁড়িয়ে।

নামাজের নিয়ত মনে মনে উচ্চারণ করবে।

নিয়ত উচ্চারণ করার সময় মনোযোগী থাকবে।

শবে বরাতের নামাজের নিয়ত সম্পর্কে আরও কিছু তথ্য:
শবে বরাতের নামাজের কোন নির্দিষ্ট রাকাত নেই। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যেকোন সংখ্যক রাকাত নফল নামাজ পড়তে পারেন।

তবে, অনেকেই এই রাতে ১২ রাকাত নফল নামাজ পড়ে থাকেন।

প্রতি রাকাতে সূরা ফাতিহা ও অন্য কোন সূরা তিলাওয়াত করতে হবে।

নামাজ শেষে দোয়া-মুনাজাত করা উত্তম।

শবে বরাত নামাজের নিয়ত
এখানে তিন ধরনের শবে বরাতের নামাজের নিয়ত উল্লেখ করা হয়েছে। আপনারা যারা আরবি পড়তে পারেন, তারা শবে বরাতের নামাজের আরবি নিয়ত করবেন। অন্যদিকে যারা আরবি না জানেন, তারা বাংলা নিয়ত করবেন। আবার অনেকে আছেন আরবি নিয়তের বাংলা উচ্চারণ শেখার চেষ্টা করেন। তাদের জন্য আরবি নিয়তের বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে। কিন্তু আরবি উচ্চারণের বাংলা দেখে পড়া উচিত নয়।

শবে বরাতের নামাজের নিয়ত আরবি
লাইলাতুল বরাতে নফল নামাজ পড়ার অনেক ফজিলত রয়েছে। এই রাতে কোরআন তিলাওয়াত করলে আল্লাহর রহমত লাভ করা যায়। লাইলাতুল বরাতে জিকির ও দোয়া করলে আল্লাহর কাছে ক্ষমা ও অনুগ্রহ লাভ করা যায়। এই রাতে গতানুগতিক গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। লাইলাতুল বরাতে দান-খয়রাত করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। তাই এই রাতে যারা নামায পরবেন তাদের জন্য আরবি নিয়ত দেওয়া হয়েছে এখানে।

শবে বরাতের নামাজের নিয়ত বাংলা উচ্চারণ
বাংলা নিয়ত সবার জন্য অনেক সহজ। তাই সবাই মনে মনে শুধু এই টুকু পড়বেন, আমি মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কেবলামুখী হয়ে দুই রাকাত নফল

আদায় করার নিয়ত করলাম। আরও সহজ ভাবে ও আপনি নিয়ত মনে করতে পারেন। কারণ আল্লাহ আপনার মনের খবর জানেন। নারী ও পুরুষ সবার জন্য শবে বরাতের নামাজের নিয়ত বাংলা নিচে দেওয়া হয়েছে।

বাংলা নিয়ত সবার জন্য অনেক সহজ। মনে মনে শুধু এই টুকু পড়লেই হবে:

“আমি মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কেবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করার নিয়ত করলাম।”

আরও সহজভাবে:
“আমি আল্লাহর জন্য দুই রাকাত শবে বরাতের নামাজ পড়বো।”

“আল্লাহ, আমাকে শবে বরাতের নামাজ পড়ার তাওফিক দান কর।”

কারণ আল্লাহ আপনার মনের খবর জানেন।

নারী ও পুরুষ সবার জন্য এই নিয়তগুলো ব্যবহার করা যাবে।

কিছু গুরুত্বপূর্ণ বিষয়:
নামাজের আগে ওজু করে পবিত্র পোশাক পরিধান করুন।

ক্বেবলামুখী হয়ে নিয়ত করুন।

প্রতি রাকাতে সূরাহ ফাতিহা ও যেকোনো সূরাহ পড়ুন।

রুকু ও সিজদা সম্পন্ন করে সালাম ফিরিয়ে নিন।

পরিশেষে
আশা করি এই তথ্যগুলো আপনার জন্য সহায়ক হবে। লাইলাতুল বরাত মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, ইবাদত-বন্দেগি ও দোয়া কবুলের রাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page