নিউজ ডেক্সঃ
বরিশালের বাকেরগঞ্জে রুস্তম আলী হাওলাদার (৭৫) নামের এক বৃদ্ধকে হত্যার প্রায় ৯ মাস পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন একমাত্র ছেলে বাদশা (৪৫)।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০ টায় বাকেরগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ইতোমধ্যে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে বাবাকে হত্যার দায় স্বীকার করে থানায় ও আদালতে জবানবন্দি দিয়েছে রুস্তম আলী হাওলাদার।
জানা গেছে, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে নিজ বাড়ির পাশে কচু ক্ষেত থেকে রুস্তম আলী হাওলাদারের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার ৩ দিন পর একটি অপমৃত্যু মামলা দায়ের করে পুলিশ। পরে পুলিশের তদন্তে উঠে আসে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যাকরা হয়েছে। ২১ জানুয়ারি নিহতের ভাই আউব আলী বাদী হয়ে ২১ জানুয়ারি হত্যা মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় আসামি গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান শুরু করে পুলিশ। সব তথ্য-উপাত্ত পর্যালোচনা করে জোরালো সন্দেহের প্রেক্ষিতে ছেলে রুস্তম আলী হাওলাদারকে ২২ জানুয়ারি থানা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি খুনের বিষয়টি স্বীকার করেন।
বাদশার জবানবন্দির বরাতে ওসি সফিকুল ইসলাম বলেন, হত্যার শিকার রুস্তুম আলী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে ফিরে দাওকাঠি গ্রামে দ্বিতল ভবন করে পরিবার নিয়ে বসবাস করছিলেন। একমাত্র ছেলে বাদশাকে প্রতিষ্ঠিত করতে জোর চেষ্টা করেন। কিন্তু কোনোভাবেই তাকে প্রতিষ্ঠিত করতে পারেননি। এজন্য ছেলেকে সব সময় শাসনসহ বকাবকি করতেন। এ নিয়ে বাবার ওপর ক্ষুব্ধ হন বাদশা। বাবার অনুশাসন থেকে রক্ষা ও স্বাধীন জীবন-যাপনের জন্য তাকে হত্যার পরিকল্পনা করেন বলে জিজ্ঞাসাবাদের বাদশা স্বীকার করেছেন।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page