ডেক্সঃ
কুষ্টিয়ায় থেমে নেই সাংবাদিক নির্যাতন আবার জাতীয় আশ্রয় প্রতিদিন কুষ্টিয়া মিরপুর প্রতিনিধি ও কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সময়ের দিগন্ত নিজস্ব প্রতিবেদক মোঃ আশিক আলী(২৮) কে প্রাননাশের হুমকি দিলেন।ডেকোরেটর ব্যবসায়ী আজাদ।
জানাজায় সাংবাদিক আশিক সাথে ডেকোরেটর ব্যবসায়ী আজাদের দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো।হটাৎ সাংবাদিক আশিকের ব্যবহৃত নাম্বারে ফোন কলের মাধ্যমে প্রাননাশের হুমকি প্রদান করেন আজাদ।আজাদ কুষ্টিয়া মিরপুর উপজেলা শ্রীরামপুর গ্রামের শরিফুলের ছেলে,এই বিষয়ে ডেকোরেটর ব্যবসায়ী আজাদ এর বিরুদ্ধে কুষ্টিয়া মিরপুর থানায় একটি সাধারণ ডাইরী করেন আশিক। তাতে উল্লেখ আছে।আমি সাংবাদিক আশিক পেশায় একজন সাংবাদিক ও পাশাপাশি ডেকোরেটর এর ব্যবসা করি।অদ্য ইং-১০/০২/২০২৪ তারিখ সকাল অনুমান ০৮.৩৬ ঘটিকার সময় আমি আমার নিজ বাড়ীতে অবস্থানকালীন সময়ে উক্ত বিবাদী তার মোবাইল ফোন নং-০১৭২৪৮৯৭৬৬৯ হইতে আমার মোবাইল ফোন নং-০১৭৬৬২৬০১৩৯ তে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি বিবাদীকে গালিগালাজ করিতে নিষেধ করায় উক্ত বিবাদী ক্ষিপ্ত হইয়া হুংকার দিয়ে বলে যে,ভবিষ্যতে তুই যদি তোর ডেকোরেটর এর ব্যবসা চালিয়ে যাস তাহলে তোকে মাঠে, ঘাটে যেখানে পাবো খুন-জখম করিয়া ফেলিবে বলিয়া ভয়ভীতি প্রদর্শন করেন। বর্তমানে আমি ও আমার পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছি। এই নিউজ লেখা পর্যন্ত মামলা প্রস্তত চলমান।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page