বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

সাংবাদিক রিজু উপর হামলার প্রতিবাদে কুষ্টিয়া জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Reporter Name / ২৪১ Time View
Update : শুক্রবার, ২১ জুন, ২০২৪

আজকের হাওয়াঃ

সংবাদ প্রকাশের জেরে এশিয়ান টেলিভিশন কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক সত্যখবর পত্রিকার সম্পাদক হাসিবুর রহমান রিজুর ওপর সন্ত্রাসী হামলা ও তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।

শুক্রবার (২১জুন) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের থানা মোড়ে এসে শেষ হয়। এরপর সেখানেই ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন বিক্ষোভকারীরা। মানববন্ধনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

এসময় সেখানে উপস্থিত হন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ ও কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা। সাংবাদিক রিজুর ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তারা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ মঞ্চ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক লায়ন আরিফ খান, আহত সাংবাদিক হাসিবুর রহমান রিজুর স্ত্রী টপি বিশ্বাস, সদর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক বিদ্যুৎ খন্দকার প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, চ্যানেল ২৪-এর সিনিয়র রিপোর্টার ও দৈনিক কালবেলার কুষ্টিয়া প্রতিনিধি শরীফ বিশ্বাস, দৈনিক সত্যখবর পত্রিকার সহ-সম্পাদক জিল্লু রহমান, স্টাফ রিপোর্টার শরীফ উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কমিটির  কুষ্টিয়া জেলা সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান,সাধারণ সম্পাদক শেখ শুভিন,আজকের হাওয়ার সম্পাদক সুজন মাহমুদ,প্রিতম মজুমদার, জনি,সানি তৌকির,আলম,সহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনের কাছে জোর দাবি, সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর এমন বর্বোরচিত সন্ত্রাসী হামলায় যারা জড়িত দ্রুত তাদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। সাংবাদিকদের সুরক্ষায় প্রশাসনকে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।

হাসিবুর রহমান রিজু ভারত-বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি। একই সাথে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়াও এলাকায় নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে হাটশ-হরিপুর ইউনিয়নের শালদহ এলাকার স্থানীয় প্রভাবশালী শিপন কটূক্তি করলে এই নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ এবং পূর্ব বিরোধের জেরে হাসিবুর রহমান রিজুর ওপর এ হামলা চালানো হয়। স্থানীয় একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে হাসিবুর রহমান রিজু সম্ভাব্য সভাপতি প্রার্থী হন। বুধবার (১৯ জুন) বিকেলে ওই নির্বাচনের মিটিং-এ অংশ নেওয়ার উদ্দেশ্যে হরিপুর বাজার এলাকায় মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এসময় পথে স্থানীয় প্রভাবশালী শিপন, মুরাদ ও রাজনের নেতৃত্বে কয়েকজন রিজুর শরীরের বিভিন্ন স্থানে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে প্রায় আধঘণ্টা ধরে পড়েছিলেন তিনি। এসময় ঘটনাস্থলে কাউকে আসতে দেয়নি হামলাকারীরা। পরে হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২০জুন) সন্ধ্যায় আহত সাংবাদিক হাসিবুর রহমান রিজুর স্ত্রী টপি বিশ্বাস কুষ্টিয়া মডেল থানায় বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামায় ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত বাবর আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page