সাবেক ইউপি সদস্য ও তাঁর পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্য ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন। ভুক্তভোগী ওই ইউনিয়ন পরিষদ সাবেক সদস্যের নাম মোসাঃ শিল্পী খাতুন (৪১)। তিনি বটতৈল ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন। ভুক্তভোগী ইউপি সদস্য প্রতিবেদককে বলেন, ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় বটতৈল মিয়াপাড়া গ্রামের কিতাবের ছেলে রাজু অরুপে বাঘা বিভিন্নভাবে মনোনয়নপত্র প্রত্যাহারের চাপ দেন। সেই চাপ উপেক্ষা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে বিপুল ভোটে নির্বাচিত হই। পরিষদে যোগদান করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদন করি। বাল্য বিয়ে ও নারী উত্যক্তকরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। অভিযুক্ত ব্যক্তি উন্নয়ন কর্মকাণ্ড বিরোধী এবং বাল্য বিয়ে ও নারী উত্যক্তকারীদের পক্ষে ছিলেন। শালিশে অভিযুক্তদের বিপক্ষে অবস্থান করায় তারা আমার উপর ক্ষিপ্ত হন। এবং ইউনিয়নের তখন থেকেই বিভিন্নভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেন। বিভিন্ন ব্যক্তিদের প্রতারিত সুবিধাভোগী সাজিয়ে বিভিন্ন গণমাধ্যমে আমার বিরুদ্ধে বক্তব্য দেয়ায়। এসব বক্তব্য বিভ্রান্ত হয়ে গণমাধ্যমগুলো প্রথমে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেও সত্য ঘটনা জানার পরে ওইসব সংবাদের প্রতিবাদ প্রকাশ করেন । এছাড়াও বিভিন্ন ব্যক্তিদের মধ্যস্থতায় ওইসব সমস্ত অভিযোগ নিষ্পত্তি হয়ে যায়। কিন্তু সম্প্রতি অভিযুক্ত ব্যক্তি আবারও নতুন করে আমার বিরুদ্ধে একইভাবে, অপপ্রচার চালানো শুরু করেছে। অভিযুক্তদের প্রচারিত সকল তথ্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এসমস্ত অপ্রচারের কারণে আমি ও আমার পরিবারের সদস্যরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছি। আমার মেয়েরা স্বাভাবিকভাবে রাস্তায় চলাফেরা করতে পারছে না। এতে তাঁদের পড়ালেখায় বিঘ্ন ঘটছে। আমার স্বামী চলতি মাসের ২১ তারিখে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আমি এসব অপপ্রচারকারীদের বিচার চাই। এবিষয়ে জানতে অভিযুক্ত বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।