সারাদেশে গনহত্যার বিচারের দাবি এবং দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইবি থানা শাখার গন সমাবেশ

আজিজুল ইসলামঃ
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের বিত্তিপাড়া(কুঠি) বাজারে শুক্রবার দুপুর ২:৩০ ঘটিকার সময়
সারাদেশে গনহত্যার বিচারের দাবি এবং দেশবিরোধী ষড়যন্ত্র নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইবি থানা শাখার গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আলী,কেন্দ্রীয় শূরা সদস্য সভাপতি,ইসলামী আন্দলোন বাংলাদেশ,কুষ্টিয়া জেলা।তিনি বলেন পুরোনো কোন লোক দিয়ে নুতুন বাংলাদেশ গড়া সম্ভব না।রাজনীতি হতে হবে কোরআন হাদিস অনুযায়ী।তাছাড়া চুরি করে ভূড়ি মোটা করা না।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিথ ছিলেন, আলহাজ্ব ক্বারী রাহাত আলী বিশ্বাস সহ সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুষ্টিয়া জেলা। তিনি তার বক্তব্যে বলেন,এক জালেম চেয়ার খালি করেছে, আবার আরেক জালেম এসে বসবে সাধারণ মানুষ তা মেনে নিবে না।
মুফতি মুজ্জাম্মিল হক কাসেমী,সাংগঠনিক সম্পাদক, উপস্থিথ ছিলেন,মাওলানা মহা: নাজমুছ ছলেহীন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক।
মাও: মুফতি মুখতারুজ্জামান সহ সভাপতি জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ,কুষ্টিয়া জেলা।তিনি বলেন,জালেম সরকার ব্যালোট পেপার ফটোকপি করে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন।বাথরুম থেকে শুরু করে সব যায়গা তারা লুটপাট করে চুরি করেছে।ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে দেশের হিন্দু, জেলে,কৃষক,মুচি সবাই তারা তাদের অধিকার ফিরে পাবে ইনশাল্লাহ।
মাও: বাহা উদ্দিন আল মামুন সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুষ্টিয়া সদর থানা।
আরো উপস্থিথ ছিলেন,মুহাম্মদ খালিদ হাসান,প্রশিক্ষণ সম্পাদক, ইসলামী ছাত্রআন্দোলন কুষ্টিয়া জেলা।
উক্ত অনুষ্টানের সভাপতিত্ব করেন, মাও: মুফতি মোঃ কামরুজ্জামান, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইবি থানা। উক্ত গন সমাবেশে সঞ্চলনা করেন হাফেজ উসমান গনি সাংগঠনিক সম্পাদক ইসলামী।গন সমাবেশ শেষে নেতা কর্মীরা ইবি থানার বিভিন্ন সড়কে মটরসাইকেল শোভাযাত্রা করেন।