নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া সদর উপজেলা স্বস্তিপুর মাধ্যমিক বিদ্যালয়,ম্যানেজিং কমিটি নির্বাচন -২০২৪ইং সভাপতি নির্বাচিত হলেন মামুন অর রশিদ। ১লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার অভিভাবক সহ অন্যান্য সদস্যদের ভোট গ্রহণ সম্পন্ন হয়। এতে গত ০৩/০২/২০২৪ তারিখ শনিবার নির্বাচিত ১০ জন সদস্যের মধ্যে ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন তরুণ প্রজন্মের আইকন।সকলের অত্যন্ত পরিচিত মুখ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মামুন অর রশিদ( সাবেক জেলা পরিষদ সদস্য)নবনির্বাচিত সভাপতি আজ বিদ্যালয়ে উপস্থিত হলে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী অত্র এলাকার সম্মানিত অভিভাবক মন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নবনির্বাচিত সভাপতি জনাব মামুন অর রশিদকে ফুল দিয়ে বরন করেন ও অভিনন্দন জানায়।সেই সাথে অত্র বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
বিদ্যালয় পরিকল্পনা নিয়ে নবনির্বাচিত সভাপতি মামুন অর রশিদের কাজে জানতে চাইলে তিনি বলে এই স্কুলে আমার বেড়ে ওঠা। আমি জননেত্রী শেখ হাসিনা স্মাট বাংলাদেশ পরিকল্পনা বাস্তবায়ন করবো।এবং স্কুলে যেসমস্ত কাজ এখনো বাকি আছে।আমি জনাব মাহবুব উল আলম হানিফ ভাইর কাছে তুলে ধরবো ও তা বাস্তবায়ন করবো।কোন ছাত্র/ছাত্রী নিপিড়ন নির্যাতিত না হয় সেই উদ্যোগ গড়ে তুলবো।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page