স্বস্তিপুর মাধ্যমিক বিদ্যালয়ের এস, এস, সি ব্যাচ-২০০৭ ঈদ পূর্ণ মিলনী

বার্তা ডেক্সঃ
কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর মাধ্যমিক বিদ্যালয়ের এস, এস, সি,ব্যাচ-২০০৭ ঈদ পূর্ণ মিলনী ও সাংস্কৃতিক বিনোদন উৎসব মুখোর পরিবেশে মিলন মেলা পালিত।
অদ্য ২রা এপ্রিল ২০২৫ ইং তারিখে বুধবার বিকেল ২ঘটিকার সময় কুষ্টিয়া রোজ হলিডে পার্কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালিত হয়। এতে এস,এস,সি ২০০৭ ফ্রেন্ডস গ্রুপের সভাপতি শরিফুল ইসলাম শরিফ ও সাধারণ সম্পাদক রিমা খাতুনের নেতৃত্বে কোরআন থেকে তেলওয়াত,এরপর সকলে সাথে কুশল বিনিময় ও টিশার্ট বিতরন মাধ্যমে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়।আনন্দ উৎফুল্ল মেতে উঠেছিল রোজ হলিডে পার্ক।
শুরু হয় পরিচয় পর্ব,১৮ বছর পর দেখা অনেকে ভুলে গেছে ফেইস,চেনা মানুষ ও হয়ে গেছে অচেনা সকলের কর্মজীবনী ও সংসার জীবনীর ইতিহাস তুলে ধরে।
বন্ধু বান্ধবীদের পেয়ে ফিরে গিয়েছিল কৈশরে। শুরু হয় হরেক রকম খেলা তার মধ্যে বাঙলার ঐতিহ্যবাহী খেলা বালিশ খেলা, হাড়ি ভাঙ্গা,কানামাছি, কৌতুক, গান,ইত্যাদি।
এতে অংশগ্রহন করেন ২০০৭ সালের এস,এস,সির মেধাবী ছাত্র আনোয়ার হোসেন(ব্যাংকার) মেধাবী ছাত্রী জলি খাতুন(শিক্ষিকা), শরিফুল ইসলাম শরিফ, রিমা, মানিক, সাব্বির, চাঁদ আলী২, কামরুল, জাহিদ, আশরাফুল২, কুলসুমা, সুজন মাহমুদ (সাংবাদিক) তরিকুল ইসলাম, নিজাম উদ্দিন, তোফাজ্জেল আহমেদ, শামসুল, শফিকুল ইসলাম সবুজ, হারুন অর রশীদ( শিক্ষক)লিটন হোসেন, শাহ জালাল, কাকলী, রবিন, রাশেদুল, চাঁদ আলী১, প্রমুখ।
সাংস্কৃতিক বিনোদন শেষে শুরু হয় ভোজন ও পুরস্কার বিতরন।বন্ধু ও বান্ধবীদের মাঝে খেলার ১ম,২য়,৩য় স্থান প্রাপ্তিদের মাঝে পুরস্কার বিতরন করা হয় এবং উপস্থিত প্রত্যেক বন্ধু ও বান্ধবীদের মাঝে সৌজন্য পুরস্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি হয়।