আশিক আলী মিরপুরঃ
ঈদের আনন্দ অসহায় ও দুস্থদের সঙ্গে ভাগাভাগি করে নিতে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন ঈদ উপলক্ষে নতুন পোশাক বিতরণ করছেন। এর মধ্যে রয়েছে শাড়ি ও লুঙ্গি।
যেকোনো মিষ্টি খাবারের রেসিপিতে থাক, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ
রোববার (৭ এপ্রিল) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলায় এবং ভেড়মারা উপজেলায় পৃথক স্থানে এ নতুন পোশাক বিতরণের উদ্বোধন করেন তিনি। দিনব্যাপীঢ এ পোশাক বিতরণের ২০ হাজারটি শাড়ি এবং ১০ হাজার নতুন লুঙ্গি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য কামারুল আরেফিনের স্ত্রী সামসুন্নাহার শেফালী আরেফিন, ভাই সামসুল আরেফিন অমূল্য, মাজেদুর আলম বাচ্চু, আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজমসহ পারিবারিক লোকজন ও স্থানীয় নেতাকর্মীরা।
কামারুল আরেফিন বলেন, ঈদের আনন্দটা গরিব ও অসহায় মানুষের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া।
সবাই খুশি মনে ঈদ করবে, সবাই মিলে এ ধর্মীয় উৎসব পালন করবে। সমাজে বিত্তবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তিনি।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page