মোঃ রাব্বি:-
কুষ্টিয়া শহরের পশ্চিম মজমপুর এলাকায় সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গিয়েছে, ঘটনার স্থানীয় সুত্রে জানা যায়,কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ডের অন্তর্গত পশ্চিম মজমপুর এলাকার স্থায়ী বাসিন্দা মো: জালাল উদ্দীন ছেলে মোঃ রবিউল ইসলাম রিফাত(২৫) কে হত্যার উদ্দেশ্যে ০৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার রাত আনুমানিক সারে ১১ টার সময় সন্ত্রাসী ১/মোঃ আকাশ (২৮) পিতা: জামাল মোল্লা ২/মোঃ শিমুল (৩৩)পিতা: মৃত আনসার উভায়সাং-পশ্চিম মজমপুর,কুষ্টিয়া। আসামী গন পুর্বপরিকল্পিত ভাবে ওৎ পেতে থেকে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে প্রাননাশের চেষ্টা করে এসময় রিফাত এর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে রিফাতকে রক্ষা করে এবং চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়,রিফাত আহত হয়ে বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে ১০ নং ওয়ার্ডে ভর্তি আছে, কর্তব্যরত চিকিৎসক এর সাথে কথা বলে জানা গেছে রিফাতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে ১৪ টা সেলাই করা হয়েছে অবস্থা খুব একটা ভালো না, পর্যবেক্ষনে আছে ৭২ ঘন্টার আগে কিছু বলতে পারছি না। আহত রিফাত এর মেজ ভাই রিংকু (২৯) বলেন আমাদের সাথে কথা কাটাকাটি সংক্রান্ত গোলযোগ পুর্বে থেকেই ছিল, সেই জেরে আমার ভাই কে হত্যা করতে তারা ফরহাদ মুদিখানা দোকানের সামনে ওৎ পেতে ছিল। আমার ছোট ভাই বাড়ি থেকে বের হয়ে মাঠে মাছ ধরতে যাওয়ার সময় তারা হামলা চালিয়েছে। আহত রিফাত এর মেজ ভাই রিংকু বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় এজাহার দায়ের করেছে, এলাকাবাসী এহেন ন্যাক্কারজনক ঘটনার সুস্ঠ তদন্ত সাপেক্ষে কঠিন শাস্তির ব্যবস্থা করতে পুলিশ সুপারের ও কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page