মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ অপরাহ্ন

ইবি,র বিত্তিপাড়া বাজারে যত্রতত্র রাখা হচ্ছে অটো ও সি এন জি যে কোন মূহুর্তে ঘটতে পারে সড়ক দূর্ঘটনা

Reporter Name / ৭২ Time View
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোটারঃ কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার বিত্তিপাড়া বাজারে যত্রতত্র রাখা হচ্ছে অটো ও সিনজি,
ঘটে যেতে পাড়ে সড়ক দূর্ঘটনা।কুষ্টিয়া -ঝিনাইদহ মহাসড়কের হাইওয়ে রাস্তার পাশে অবৈধ্যভাবে অটো স্টান্ড করে যাত্রীদের ভোগান্তি সহ চরম বিপর্যের মাঝে পথচারীরা। রাস্তার দুই পাশ বন্ধ করে রাখা হয় অটো।যত্রতত্র অটো ও সিন এন জি থেকে যাত্রী উঠানো নামানো করার কারনে ২০২১ সালের দুইজন গরু ব্যবসায়ীর প্রাণ যায় ট্রাকের ধাক্কায়।

প্রায় প্রতিদিনি ঘটে সড়ক দূর্ঘটনা।এইদিকে দূর থেকে আসা একজন যাত্রীরা বলেন,অটো গাড়ি যত্রতত্র রাখার জন্য রাস্তা পারাপারে অনেক সমস্যা সৃষ্টি করে।অতিদ্রত এর সমাধান না করলে ঘটে যেতে পারে মারাত্মক সড়ক দূর্ঘটনা।নিয়মের বাইরে সব কিছু চলমান রয়েছে। এইদিকে আরেক জন সচেতন ব্যাক্তি রাসেল আহম্মেদ জানানা,এখানে অটো স্টান্ডে যারা স্টাটারি করে তারা এই সব কিছু মনে করেন না।তারা নিজেদের মত করে সব কিছু চালান।অতিদ্রত সমাধান না করকে চোখের সামনে ঘটতে পারে সড়ক দূর্ঘটনা।

এইদিকে এই বিষয় নিয়ে যারা কথা বলতেন তাদেরকেই দেখে নেওয়ার হুমকি দিতেন এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি।দেশের সব কিছু পরিবর্তন হলেও এখনো আগের নিয়মেই চলেছে অটো স্টান্ড।এমন কর্মকান্ড দেখে ক্ষুদ্ধ অনেক দোকানদার ব্যবসায়ী।

গাড়ি থেকে যাত্রী নামিয়ে দেওয়া, চাবি কেড়ে নেওয়া, যাত্রীদের ভোগান্তি দেওয়া সহ বিভিন্ন খারাপ কাজ ক্রমেই বেড়েই চলেছে।তাই সচেতন মহল সহ দূর থেকে আসা সকল যাত্রীরা এই ভোগান্তির নিরসন চাই অতি দ্রত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page