গাংনী উপজেলা যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ

গাংনী প্রতিনিধিঃ
গাংনী উপজেলা যুবদলের চাঁদাবাজ নেতা মনিরুজ্জামান মনি গাংনীর এক ব্যবসায়ী, জিয়াউর রহমান জিয়ার ওপর হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মনি অতর্কিতভাবে হামলা করে এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় হামলার শিকার হন জিয়া। এই ঘটনায় গাংনী উপজেলার সাধারণ মানুষ পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও দ্রুত এই সন্ত্রা*সী মনির গ্রেপ্তারের জন্য আহ্বান জানাচ্ছে।
এছাড়া, জানা যায়, মনির বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষকে চাঁদাবাজি করে অত্যাচারিত করেছে, যার ফলে গাংনী উপজেলার মানুষ এবং ব্যবসায়ীরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।