ভেড়ামারায় বিএনপির জনসভা জনসমুদ্রে পরিণত

ভেড়ামারা প্রতিনিধি: মিলন আলী
আজ রবিবার বিকেলে ৩ টার সময় কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির ঐতিহাসিক জনসভা, ভেড়ামারা বাসস্ট্যান্ডে, শেখ হাসিনা ও তার দোসর কতৃক বৈষম্য বিরোধী ছাত্র হত্যার বিচারের দাবিতে ভেড়ামারা উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় জনসমুদ্রে পরিণত হয়েছে। দীর্ঘ প্রায় ষোল(১৬) বছর পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে বিএনপির নেতাকর্মীরা দারুণ খুশি। রবিবার বেলা ৩ ঘটিকায় অনুষ্ঠান শরু হয়ে বিকেল ৪টার মধ্যেই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সমাবেশ স্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
ভেড়ামারা উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জুনিয়াদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শিহাবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন বারের সাবেক এমপি ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সফল সভাপতি বীর মুক্তিযোদ্ধ জনাব আলহাজ্ব শহীদুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম -সম্পাদক ও ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের জনপ্রিয় সফল চেয়ারম্যান এ্যাড:তৌহিদুল ইসলাম আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন ভেড়ামারা ও মিরপুর উপজেলার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।