বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রাফিকে আর্থিক সহয়তা Yourh Development Forum

সামছুল হক রুবেল।।
গত ৫ আগষ্ট সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে কুষ্টিয়া থেকে পুলিশের ছররা গুলিতে আহত গাউছুল আযম রাফি।তাঁর বাম চোখে ছররা গুলি লাগে।সেই বর্তমান বাম চোখে কিছুই দেখতে পারছে না।ঢাকার ডাক্তার জানিয়েছে যে তাঁর চোখে অপরেশন করতে হবে।অপরেশন করলে চোখ ভালোও হতে পারে না ও হতে পারে।রাফি বলেন,আমার চোখ নষ্ট হয়ে গেলেও আমার কষ্ট নেই।কারণ যে জন্য আমরা আন্দোলন করে দেশ স্বাধীন করতে পেরেছে এটাই আমি খুশি।রাফির বাড়ি কুষ্টিয়া পৌরসভা কুমারগাড়া, ২০নং ওয়ার্ডে। ঢাকা মেডিকেল কলেজ ও ভিশন আই কেয়ার গ্রীনরেড, ঢাকা থেকে চিকিৎসা নিয়ে এখন বাড়িতে অবস্থান করছেন। কিন্তু বাম চোখে এখন পযন্ত কিছুই দেখতে পাচ্ছেননা। আগামী সপ্তাহে তার চোখের রেটিনা ও কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে চোখের দৃষ্টিশক্তি ফিরে আসার কথাও জানিয়েছেন চিকিৎসকরা।
Social Responsible অংশ হিসাবে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন Yourh Development Forum এর পক্ষ থেকে
সার্বিক খোজখবর ও চিকিৎসা বাবদ সামান্য সহযোগিতা প্রদান।এই সময় উপস্থিত ছিলেন Yourh Development Forum এর চেয়ারম্যান আশিকুর রহমান চপল আরো উপস্থিত কুষ্টিয়া জেলা ছাএশিবিরের সভাপতি ইমরান হোসেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া শহর সভাপতি লাকরুন ও সাংবাদিক সামছুল হক রুবেল প্রমুখ।