ঢালাওভাবে মামলা না করতে অনুরোধ মির্জা ফখরুল

নিউজ ডেক্সঃ
সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ঢালাওভাবে মামলা না করতে অনুরোধ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মামলা করার আগে আইন-শৃঙ্খলা বাহিনী যাতে প্রাথমিক অনুসন্ধান করে মামলা নেয়।
বুধবার (২৮ আগস্ট) বেলা ১২টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
সংবাদ সম্মেলনে আইন-শৃঙ্খলা বাহিনী ও নেতাকর্মীদের কাছে অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, সারাদেশে যেভাবে ঢালাও মামলা দেওয়া হচ্ছে এটা ঠিকনা। কারো সাথে শত্রুতা থাকলেও মামলা দেওয়া হচ্ছে। এই মামলাগুলো নেওয়ার আগে যাতে আইন-শৃঙ্খলা বাহিনী একটু যাচাই করে নেন কোনটা সত্য।
তিনি আরও বলেন, মামলা নেওয়ার আগে প্রাথমিক তদন্ত হওয়া দরকার। একজনের ব্যক্তিগত শত্রুতা থাকলেও তার নাম মামলায় দেওয়া হচ্ছে এইকরম চলতে থাকলে দেশে একটা বিরূপ প্রভাব পড়বে। আমরা মনে হয় এটা বন্ধ হওয়া দরকার।
সেই সাথে সব মামলায় কেন্দ্রীয় নেতাদের সম্পৃক্ত করা হচ্ছে এটাও উচিত না। যে জায়গায় যার যতটুকু অভিযোগ তাকে সেখানে মামলা দিন।
দখল বাণিজ্য নিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা লক্ষ্য করেছি সারাদেশে কিছু দুর্বৃত্ত বিভিন্ন রকম অপকর্ম করে বিএনপির উপর চাপানো চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই কোনোরকম দুর্বৃত্তায়নের সাথে বিএনপি বা অংগসংগঠনের নেতাকর্মীরা জড়িত নয়। একজন দু’জন এই অপকর্ম করছে তারা তো বিএনপির ব্যানারে করছে না। তারপরও তাদের বিরুদ্ধে অভিযোগ আসলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এই পর্যন্ত আমরা ৫৭ জন নেতাকর্মীকে এই ধরনের কর্মকাণ্ডের জন্য বহিষ্কার করেছি।