বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

কুষ্টিয়া কারাগার থেকে ২৫ মামলার পলাতক আসামি ডাকাত সামিরুল গ্রেফতার

Reporter Name / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
কুষ্টিয়া জেলা কারাগার থেকে পলাতক দুর্ধর্ষ ডাকাত ২৫ মামলার আসামী মোঃ সামিরুল মন্ডল(৩৫) র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। বুধবার (৪সেপ্টেম্বর) রাত ১টা৩০ মিনিটের সময় ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার ধর্মপাড়া এলাকা হতে পলাতক অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। সে কুষ্টিয়া জেলার খোকসা থানার ওসমানপুর গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে। বুধবার সিপিসি-১ (কুষ্টিয়া), র‌্যাব-১২ এর কার্যালয়ে কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। প্রেস ব্রিফিংয়ে মোহাম্মদ ইলিয়াস খান জানান, চলতি বছরের গত ৭ আগষ্ট কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। আসামি পলায়নের ঘটনায় ১৪ আগষ্ট কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০। এসব পলাতক আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় বুধবার রাতে ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার ধর্মপাড়া এলাকা হতে পলাতক আসামি মোঃ সামিরুল মন্ডলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় । সিপিসি-১ (কুষ্টিয়া), র‌্যাব-১২ এর এই কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গ্রেপ্তারকৃত আসামি মোঃ সামিরুল মন্ডলের বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলা, ১৮টি মারামারি মামলা, ১টি অস্ত্র মামলা, ১টি বিস্ফোরক আইনে মামলা এবং জেলা কারাগার হতে পলাতক মামলাসহ সর্বমোট ২৫টি মামলা চলমান রয়েছে। জেল পলাতক বাকি কারাবন্দিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page