কুষ্টিয়া খাজানগরে ফ্রী চিকিৎসা দিবেন ডা:শামীম ও সুরাইয়া পারভীন সুমনা
সামছুল হক রুবেল।।
কুষ্টিয়া সদর উপজেলা বটতৈল ইউনিয়ন খাজানগর বড় মসজিদের সামনে প্রতি শুক্রবার ও শনিবার ফ্রী চিকিৎসা দিবেন খাজানগরে কৃতি সন্তান ডা: শামীম ও ডা: সুরাইয়া পারভীন সুমনা।আজ সকালে খাজানগর বড় মসজিদের সামনে রুগী দেখার চেম্বার উদ্বোধন করেন জনাব মোঃ আবুল হোসেন প্রধান ডঃ শামীম মাহমুদ এর পিতা জনাব জহুরুল ইসলাম মামুন বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ মজিবুর রহমান প্রধান বিশিষ্ট সমাজসেবক আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদ রানা প্রধান আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আহসান হাবীব সান্টু প্রধান সভাপতি কুষ্টিয়া জেলা ধান ও কৃষিপূর্ণ ব্যবসায়ী সমিতি আরো উপস্থিত ছিলেন জনাব জান মোহাম্মদ বিপুল আরো উপস্থিত ছিলেন জনাব জান মোহাম্মদ শিমুল দীন মোহাম্মদ শিমুল সহ স্থানীয় লোকজন।খাজানগরের কৃতি সন্তান ডা: মো: শামীম মাহমুদ,এম.বি.বি.এস.বি.সি.এস (স্বাস্থ্য) সিসিডি বারডেম এফসিপিএস( মেডিসিন) শেষ পর্ব পিজিটি(কার্ডিওলজি) সহকারী রেজিস্ট্রার মেডিসিন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কুষ্টিয়া। মেডিসিন,নিউরোমোডিসিন,ডায়াবেটিস ও কার্ডিওলজি চিকিৎসক। তিনি রুগী দেখবেন প্রতি সপ্তাহে শুক্রবারে
ডা: সুরাইয়া পারভীন সুমনা,এম.বি.বি.এস.ডিএমইউ ঢাকা পিজিটি রেডিওলজি এন্ড ইমেজিং। সনো হসপিটাল লিমিটেড, কুষ্টিয়া, বন্ধ্যাত্ব,হরমোন,গাইনি ও অবস্ চিকিৎসক।ডা: শামীম বলেন,যে আমি দীর্ঘ দিন কুষ্টিয়ার বাইরে মেডিকেল হাসপাতালে পড়াশোনা করে বতমান কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চাকরী করছি।এলাকায় সন্তান হিসাবে আমার একটা দায় বদ্ধতা আছে।তাই এলাকায় গরীব অসহায় সবাইকে সপ্তাহে শুক্রবার সারাদিন ফ্রী তে চিকিৎসা সেবা দেবো ইনশাল্লাহ। আপনার আমার জন্য দোয়া করবেন আমি যেনো সব সময় মানুষের পাশে থাকতে পারী
তিনি রুগী দেখবেন সপ্তাহে প্রতি শনিবারে
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন, 01719-296639
রেজিষ্ট্রেশন ফ্রী মাএ,১০০ টাকা








