কুষ্টিয়ায় শ্রমিক কল্যান ফেডারেশনের বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ

সামছুল হক রুবেল।।
কুষ্টিয়ায় শ্রমিক কল্যান ফেডারেশনের বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সীরাতুন্নবী (সা.) উপলক্ষে শনিবার বিকালে শ্রমিক কল্যান ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার আয়াজনে কুষ্টিয়া শহরে এ বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে শুরু হয়। চৌড়হাস মোড় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ৫ রাস্তা মোড় শহীদ চত্বরে সমাবেশে মিলিত হয়।
শ্রমিক কল্যান ফেডারেশনের কুষ্টিয়া জেলা সভাপতি এস এম মহসীন আলীর নেতৃত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সুজাউদ্দীন জোয়ার্দার।
শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারন সম্পাদক খাইরুল ইসলামের পরিচালনায় সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন জামায়াতের শহর আমীর অধ্যাপক রাজি উদ্দিন আহমাদ শাহীনসহ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে কুষ্টিয়া ৬ উপজেলার শ্রমিককল্যাণ ফেডারেশনের নেতা কর্মীরা অংশ গ্রহন করেন।
সমাবেশে বক্তারা শ্রমিক বৈষম্য দূরীকরণে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবী জানান।