কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে বিচারকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

সামছুল হক রুবেলঃ
কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার পদত্যাগ দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
পরে বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে আদালত চত্বর প্রদক্ষিণ করেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে বক্তারা বলেন, আমাদের ভাইয়ের রক্তের দাগ এখনো শুকায়নি। এরমধ্যেই অভিযুক্তরা জামিনে বের হয়ে আসছেন। এ অবস্থা চলতে থাকলে শিগগিরই আমরা আবারও তাদের হামলার শিকার হবো।
এর আগে গতকাল রোববার ৫ আগস্ট হত্যাচেষ্টা মামলার ৬ আসামিকে জামিন দেন বিচারক মাহমুদা সুলতানা। পরে তাৎক্ষণিক ওই আদেশের বিরোধিতা করে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়ার সমন্বয়ক তৌকির আহমেদ বলেন, আইন অনুযায়ী কেউ জামিন পেলে কোনো আপত্তি নেই। তবে যে মামলার বয়স মাত্র চারদিন সেই মামলায় আসামিরা জামিন কিভাবে পান। এটা রহস্যজনক।
গত ১৯ সেপ্টেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামের জিলহজ্ব হোসেন বাদী হয়ে তার ভাই জনিকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। ওই মামলায় আসামি করা হয় ৭৮ জনকে। মামলার দিনই কুষ্টিয়া পৌরসভার তিন কাউন্সিলরকে গ্রেপ্তার করে র্যাব। পরে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় একই মামলায়। সেসব আসামিদের গতকাল রোববার জামিন দেন মাহমুদা সুলতানা।